নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর জন্যে কত চেষ্টাই না করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই লক্ষ্যে আগামী অক্টোবরে লাহোরে দুই ম্যাচের একটি টি-২০ সিরিজ খেলতে দল পাঠাতে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) কাছে প্রস্তাব পাঠিয়েছিল পিসিবি। কিন্তু এসএলসি তাদের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে।
চলতি সপ্তাহের শুরুর দিকে লাহোরে আত্মঘাতি বোমা বিস্ফোরণের পর শ্রীলঙ্কা কর্তৃপক্ষ টি-২০ সিরিজ খেলতে তাদের দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে বলে নিশ্চিত করেছেন পিসিবি সভাপতি শাহরিয়ার খান।
যেহেতু লঙ্কান দল পাকিস্তান আসছে না তাই তাদের বিপক্ষে নির্ধারিত সিরিজের সব ম্যাচই এখন সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। আগামী অক্টোবর-নভেম্বরের এ সিরিজে দু’টি টেস্ট, পাঁচ ওয়ানডে এবং তিনটি টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তান-শ্রীলঙ্কা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।