মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্ষমতার মসৃণ হাতবদল আশা করছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানের সুপ্রিম কোর্টের রায় ও নওয়াজ শরীফের পদত্যাগের পর এমন সতর্ক প্রতিক্রিয়া ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র। এ ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প প্রশাসন দক্ষিণ এশিয়া নিয়ে নতুন কৌশল চূড়ান্ত করতে ব্যস্ত রয়েছে। যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা বলছেন, দক্ষিণ এশিয়া বিষয়ক নতুন ওই কৌশল বা স্ট্রাটেজিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে পাকিস্তানের। এসব নিয়ে একটি মাস্টার প্লান তৈরিতে ব্যস্ত রয়েছে নিরাপত্তা ও পরাষ্ট্র বিষয়ক উপদেষ্টাদের একটি টিম। তাই এমন সময়ে দক্ষিণ এশিয়ার দেশ পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতিতে কোনো বিবৃতি দেয়া থেকে বিরত রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পেন্টাগন। এ খবর দিয়েছে অনলাইন ডন। এতে বলা হয়েছে, শুক্রবার পাকিস্তানের ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেছেন, এটা পাকিস্তানের আভ্যন্তরীণ বিষয়। ডন, এএফপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।