Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইরানের বিরুদ্ধে নতুন মার্কিন নিষেধাজ্ঞা

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : তেহরানের বিরুদ্ধে আবারও নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, স্যাটেলাইট বহনে সক্ষম ইরানি রকেট সিমোরগ পরীক্ষার প্রতিক্রিয়ায় মার্কিন অর্থ বিভাগ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়। গত বৃহস্পতিবার ইরান নিজস্ব প্রযুক্তিতে তৈরি রকেট সিমোরগের সফল পরীক্ষা চালায়। আমেরিকা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিকি উস্কানিমূলক বলে দাবি করলেও তেহরান বলছে, তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ আত্মরক্ষামূলক। মার্কিন অর্থ বিভাগ বলেছে, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূলে রয়েছে শহীদ হেম্মাত ইন্ডাস্ট্রিয়াল গ্রুপ। নিষেধাজ্ঞার আওতায় আসা ছয় ইরানি কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করা ছাড়াও এগুলোর সঙ্গে বাণিজ্যিক লেনদেনের ওপর বিধিনিষেধ আরোপ করেছে ওয়াশিংটন। রয়টার্স, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ