Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

২০২২ পর্যন্ত চলবে ব্রেক্সিট রূপান্তর

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইইউ থেকে প্রস্থানের পর ব্রেক্সিটের সঙ্গে ব্রিটেনকে পুরোপুরি মানিয়ে নিতে অতিরিক্ত আরো তিন বছর প্রয়োজন হবে। এ সময়কালে ব্রিটেন ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) সদস্য থাকাবস্থায় প্রাপ্ত সুবিধাগুলোর যতটুকু সম্ভব বজায় রাখার চেষ্টা করবে। দেশটির অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড এ তথ্য জানিয়েছেন। তবে ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের ২০১৯ সালের মার্চ থেকে ব্রিটেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে নিবন্ধন করতে হবে। দেশটির সরকার নতুন অভিবাসন প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে বলে বিবিসি রেডিওকে জানিয়েছেন হ্যামন্ড। ২০১৯-এর মার্চের নির্ধারিত প্রস্থানের পরও ব্রিটেন ও ইইউয়ের মধ্যকার অনেক কিছুই দেখতে একই রকম হবে ও পণ্য পরিবহন স্বাভাবিকভাবেই চলবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। তার মতে, এ প্রক্রিয়া চলবে ২০২২ সালের জুনে অনুয়ে সাধারণ নির্বাচন পর্যন্ত। এ সময়ের মধ্যেই ব্রেক্সিট কার্যকরের বিষয়ে ব্যাপক ঐকমত্য রয়েছে। ব্রিটেনের প্রখ্যাত সংবাদপত্র ফিন্যান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী, হ্যামন্ড এ সপ্তাহের শুরুতে ব্যবসায়ী নেতাদের কাছে ব্রেক্সিট পরিকল্পনা তুলে ধরেন। তিনি তাদের জানান, পরিকল্পনার ব্যাপারে দ্বিমত থাকলেও ২০১৯ সালের মার্চ পর্যন্ত বেঁধে দেয়া সময়সীমার মধ্যে বিস্তৃত পরিসরে আলোচনার পর্যাপ্ত সময় নেই। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ