Inqilab Logo

রোববার, ২৩ জুন ২০২৪, ০৯ আষাঢ় ১৪৩১, ১৬ যিলহজ ১৪৪৫ হিজরী

আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সফল দাবি উ.কোরিয়ার সমগ্র যুক্তরাষ্ট্র ক্ষেপণাস্ত্রের আওতায়

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সর্বশেষ আন্তঃ মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) পরীক্ষা সফল হয়েছে দাবি করে এটিকে যুক্তরাষ্ট্রের জন্য কঠোর সতর্কবার্তা বলে বর্ণনা করেছে উত্তর কোরিয়া। প্রথম আইসিবিএম পরীক্ষার তিন সপ্তাহ পর উত্তর কোরিয়া গত শুক্রবার মধ্যরাতে দ্বিতীয়টি উৎক্ষেপণ করল। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে সংবাদ মাধ্যম জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন বলেছেন, পুরো যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে আছে এই পরীক্ষায় তা প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে শুধু উত্তর কোরিয়ার শাসকদের সা¤প্রতিক অপরিণামদর্শী ও বিপজ্জনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। উৎক্ষেপণের কথা নিশ্চিত করে উত্তর কোরিয়া জানিয়েছে, আইসিবিএমটি ৪৭ মিনিটের কিছু বেশি সময় উড়েছে এবং ৩,৭২৪ কিলোমিটার উচ্চতায় উঠেছিল। ক্ষেপণাস্ত্রটির বায়ুমন্ডলে পুনঃপ্রবেশের সামর্থ্যগুলো সাফল্যজনকভাবে পরীক্ষা করা হয়েছে বলে দাবি করেছে দেশটি। রাষ্ট্রীয় বার্তা সংস্থা কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির (কেসিএনএ) খবরে বলা হয়, নেতা গর্বিতভাবে বলেছেন, যুক্তরাষ্ট্রের পুরো মূলভূখন্ড আমাদের আঘাত হানার আওতার মধ্যে আছে- এ পরীক্ষায় তাও নিশ্চিত হয়েছে। আইসিবিএমটি হওয়াসং-১৪ ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে। ৩ জুলাই একই মডেলের প্রথম আইসিবিএমটির পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তবে এবারেরটি আরো বেশি উচ্চতায় ও বেশি সময় ধরে উড়ে বেশি দূরে গিয়ে পড়েছে। এতে ধারণা করা হচ্ছে, প্রাথমিকভাবে যা ভাবা হয়েছিল সম্ভবত তারচেয়ে আরো অনেক ভিতরে গিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রস্থলে আঘাত হানতে পারবে ক্ষেপণাস্ত্রটি। ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যেই দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ক্ষেপণাস্ত্রটির স্থান, পাল্লা, সর্বোচ্চ উচ্চতা এবং ফ্লাইট টাইমের তথ্য প্রকাশ করেন। যদিও পুরো বিশ্লেষণ শেষ হয়নি কিন্তু কিছু বিষয় বোঝা গেছে। প্রথমত, প্রাপ্ত তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে, সম্ভবত ক্ষেপণাস্ত্রটির পাল্লা ছিল ১০,৪০০ কিলোমিটার। ক্ষেপণাস্ত্রটি রোড-মোবাইল হওয়ায় এবং দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শহর র‌্যাসন থেকে উৎক্ষেপিত হলে নিউ ইয়র্ক শহর আইসিবিএমটির পাল্লার মধ্যে পড়বে। দ্বিতীয়ত, উত্তর কোরিয়া মুপাইয়ং-নি থেকে আইসিবিএমটি উৎক্ষেপণ করেছে বলে যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে বলা হয়েছে। আগের ক্ষেপণাস্ত্রগুলো উৎক্ষেপণ কেন্দ্র কুসং থেকে এ স্থানটি আলাদা। ক্ষেপণাস্ত্রটি রাত ১১টা ১১ মিনিটে উৎক্ষেপণ করা হয়েছে, এটিও উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগের সময়গুলোর তুলনায় অপ্রত্যাশিত। বিবিসি, রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ