Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন কূটনৈতিক কর্মী হ্রাসের নির্দেশ

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়া থেকে মার্কিন কূটনৈতিক কর্মী কমাতে নির্দেশ দিয়েছে ওয়াশিংটনকে। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের নতুন কঠোর নিষেধাজ্ঞা প্রস্তাবের পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এ নির্দেশ দেয়া হয়েছে বলে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। খবরে বলা হয়, মস্কোয় মার্কিন কূটনীতিক ও কর্মীদের উপস্থিতি কমিয়ে ৪৫৫তে নামিয়ে আনার জন্য যুক্তরাষ্ট্রকে নির্দেশ দিয়েছে। একই সঙ্গে মস্কোয় অবস্থিত একটি গ্রীষ্মকালীন বাড়ি ও গুদাম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে মার্কিন সিনেটে নিষেধাজ্ঞা-সংক্রান্ত একটি নতুন বিল পাস হওয়ার পাল্টা জবাব হিসেবে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। নতুন নিষেধাজ্ঞা গ্রহণ করা হবে নাকি বাতিল করা হবে, সে সিদ্ধান্ত এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর নির্ভর করছে। এদিকে রাশিয়ায় মার্কিন দূতাবাসের মুখপাত্র এএফপিকে জানান, রাশিয়ার এ ঘোষণায় অত্যন্ত হতাশা প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রদূত জন টেফট। একই সঙ্গে এ পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। রাশিয়ার এ ঘোষণা পর্যালোচনার জন্য ওয়াশিংটনের কাছে প্রেরণ করা হয়েছে বলে এক মুখপাত্র জানিয়েছেন। রাশিয়ায় অবস্থিত মার্কিন কূটনীতিক ও কর্মীর বর্তমান সংখ্যা বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন দূতাবাসের ওই মুখপাত্র। এর আগে বৃহস্পতিবার ওয়াশিংটনের অবস্থানকে রুশবিরোধী উন্মত্ততা উল্লেখ করে তিরস্কার করেন দেশটির প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। তিনি বলেন, রাশিয়া এ ধরনের নিরন্তর ঔদ্ধত্য সহ্য করবে না। মস্কো অভিযোগ করে জানিয়েছে, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ওয়াশিংটনের অভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের শিকার হয়েছে। নতুন নিষেধাজ্ঞা থেকে বিষয়টি স্পষ্ট হয়ে উঠেছে। হুঁশিয়ারি উচ্চারণ করে মস্কো জানিয়েছে, ওয়াশিংটনের পদক্ষেপের পাল্টা জবাব দেয়ার অধিকার রাশিয়ার রয়েছে, যা মার্কিন স্বার্থকে ক্ষতিগ্রস্ত করবে। রুশ নেতারাও ওয়াশিংটনের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ গ্রহণের পক্ষে মত দিয়েছেন। গত নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের সন্দেহের জেরে ওবামা প্রশাসন ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অবস্থিত দুটি কূটনৈতিক কম্পাউন্ড ব্যবহারে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ