মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : পারস্পরিক সম্মান রক্ষা করে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলোতে আমেরিকার সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ তার মার্কিন সমকক্ষ রেক্স টিলারসনের সঙ্গে এক টেলিফোনালাপে এ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, পারস্পরিক সম্মান ও স্বার্থ রক্ষা করে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা উন্নত করতে চায় মস্কো। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই টেলিফোনালাপের কথা জানিয়েছে। টেলিফোন সংলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বেশ কিছু বিষয়ে পরস্পরের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে সম্মত হয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়। মস্কোর পক্ষ থেকে ওয়াশিংটনকে রাশিয়ায় নিযুক্ত মার্কিন কূটনীতিবিদের সংখ্যা কমানোর আহŸান জানানোর কয়েক ঘণ্টা পর এ টেলিফোনালাপ অনুষ্ঠিত হয়। তাস, আরটি,পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।