Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোকলাম থেকে সেনা প্রত্যাহার অক্টোবরে

চীনের স্টেট কাউন্সিলার ইয়াং জিয়েচি ও অজিত দোভালের মধ্যে আলোচনা

| প্রকাশের সময় : ৩০ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আগামী অক্টোবর মাসে শীত পড়ার আগেই ভারত ও চীন বিতর্কিত ভূখন্ড ডোকলাম থেকে সেনা প্রত্যাহার করে নেবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও চীনের স্টেট কাউন্সিলার ইয়াং জিয়েচির মধ্যে আলোচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়। বেইজিংয়ে ব্রিকসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকে গিয়ে গত দুদিন ধরে জিয়েচির সঙ্গে সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন দোভাল। দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের বরাতে খবরে বলা হয়, ভারত ও চীনের মধ্যে সমঝোতা হয়েছে যে আগামী সেপ্টেম্বর মাসে জি-২০ দেশগুলোর বৈঠকের সময়ে সেনা সরানোর সিদ্ধান্ত কার্যকরী হবে। দোভাল ও জিয়েচির আলোচনার পরে যদিও ভারত ও চীন- দুদেশের পক্ষ থেকেই সরকারিভাবে কোনো কথা বলা হয়নি। তবে এখন কোনো কথা না বললেও সেনা প্রাত্যাহারের আগে ভারত ও চীন এই বিষয়ে একটি প্রস্তাব নিতে চলেছে। খবরে আরো বলা হয়, ডোকলাম-এ আপাতত স্থিতাবস্থা বজায় থাকবে। অর্থাৎ, ভুটানের কাছে ডোকলাম ভূখন্ডে চীন ও ভারতের সেনা যেভাবে মুখোমুখি রয়েছে, সেই পরিস্থিতিই বহাল থাকছে। তবে দু’পক্ষই ঠিক করেছে, এখন সমঝোতা সূত্রকে ঘোষণা না করে মোদীর বেইজিং সফরের আগে সিদ্ধান্তের কথা সরকারিভাবে জানানো হবে। যাতে ওই সময়ে সীমান্ত জটিলতা কেটে যাওয়ার বিষয়টি দুদেশই বড় করে দেখাতে পারে। ফলে সীমান্তে আচমকা কিছু ঘটে না গেলে এই মুহূর্তে এটাই ঠিক হয়েছে যে এখন সন্ধির এই রোডম্যাপেই এগোবে ভারত ও চীন। বেইজিংয়ে গতকাল শনিবার চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ব্রিকসের দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। তিনি বলেন, ব্রিকসের দেশগুলো আন্তর্জাতিক ক্ষেত্রে আর্থিক, রাজনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে জটিল পরিস্থিতির মুখোমুখি। দেশগুলোর পারস্পরিক যোগাযোগ ও আর্থিক সমঝোতা সবাইকেই শক্তিশালী করতে পারে। চীনা প্রেসিডেন্টের মতে, ব্রিকসের দেশগুলো পরস্পরের প্রতি আস্থা অর্জন করতে সফল হয়েছে। এর আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের ওই বৈঠকে দোভাল সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই জোরালো করতে চীন-সহ ব্রিকসের দেশগুলোর উদ্দেশে প্রস্তাব দেন। সিনহুয়া, এবিপি, এনডিটিভি, পিটিআই।

 



 

Show all comments
  • Firoz khan ৩০ জুলাই, ২০১৭, ১২:৪৯ পিএম says : 0
    jak tahole ar juddo hosse na
    Total Reply(0) Reply
  • Habibur Rahman ৩০ জুলাই, ২০১৭, ১:০৮ পিএম says : 0
    চীন সেনা সরাবে খবরটি একেবারেই ভুয়া বলে মনে হচ্ছে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ