মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
হাজার হাজার ফিলিস্তিনির অংশগ্রহণ তুরস্কে আনন্দ মিছিল
ইনকিলাব ডেস্ক : আল-আকসা মসজিদ হতে ইসরাইলি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর হাজার হাজার ফিলিস্তিনি জুমার নামাজে অংশগ্রহণ করেন। দখলদার ইসরাইলি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘটনাকে ফিলিস্তিনিরা তাদের বিজয় বলে অভিহিত করেন। ইসলামী ওয়াকফ ধর্মীয় কর্তৃপক্ষ যারা আল-আকসা মসজিদটি পরিচালনা করেন তারা ঘোষণা দেয় যে, সমস্ত গেটগুলো সব বয়সের ফিলিস্তিনিদের জন্য খোলা হবে। এর আগে ইসরাইলি পুলিশ ৫০ বছরের কম বয়সী পুরুষদের জন্য পবিত্র মসজিদে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। উল্লেখ্য, ১৪ জুলাই গোলাগুলির ঘটনার পর ঐদিন শুক্রবার ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদে জুমার নামাজ বাতিল করে দেয়। প্রায় ৫০ বছর পর এই প্রথম পবিত্র মসজিদটিতে মুসলিমরা জুমার নামাজ আদায় করতে পারনি। এছাড়া আল-আকসা মসজিদের প্রধান প্রবেশ্লারে মেটাল ডিটেক্টর স্থাপন এবং ৫০ বছরের কম বয়সী পুরুষ মুসলিমদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে দখলদার ইসরাইল। এতে ইসরাইলি পুলিশের গুলিতে চারজন ফিলিস্তিনি নিহত এবং শত শত আহত হয়েছে। ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে প্রবেশের প্রধান দ্বার লায়ন্স গেটের সামনে মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে কয়েক দিন ধরেই বাইরে নামাজ পড়ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার ফিলিস্তিনি ও ইসরাইলি আরবরা। ২৮ জুলাই শুক্রবার জুম্মার নামাজ শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে আল-আকসা মসজিদ হতে ইসরাইলি নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণাটি আসে। হাজার হাজার ফিলিস্তিনি রাস্তায় এবং মসজিদের বাইরের চত্বরে নামাজ আদায় করে। ধর্মীয় কর্তৃপক্ষের মতে, জুমার নামাজে প্রায় ১০,০০০ ফিলিস্তিনি অংশগ্রহণ করে। শুক্রবার জেরুজালেমে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অপর এক খবরে বলা হয়, আল-আকসা মসজিদে ইসরাইলি নিষেধাজ্ঞার বিরুদ্ধে ফিলিস্তিনি সংগ্রামের প্রতি সমর্থন জানিয়ে গত শুক্রবার ইস্তাম্বুলে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। ইস্তাম্বুল জেলার সারচান পার্কে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশটি কয়েকটি সংগঠনের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। সংগঠনগুলো হচ্ছে দ্যা কনফেডারেশন অফ পাবলিক সারভেন্টস ট্রেড ইউনিয়ন, ইয়ং মুভমেন্ট, ফাউন্ডেশন ফর হিউম্যান রাইটস অ্যান্ড ফ্রীডমস অ্যান্ড হিউম্যানিটিরিয়াল রিলিফ (আইএইচএইচ), আনাদোলু স্টুডেন্টস ইউনিয়ন এবং টার্কি ইয়ুথ ফাউন্ডেশন। আনাদোলু স্টুডেন্টস ইউনিয়নের নেতা রমজান কায়ান সমাবেশে তার বক্তব্যে বলেন, আল-কুদ্স তুরস্কের গৌরব ও সম্মানের উৎস এবং তুরস্কের জনগণ ফিলিস্তিনি জনগণের দুঃখ ও ব্যথা অনুভব করে। উল্লেখ্য, মারাত্মক গোলাগুলির ঘটনায় গত ১৪ জুলাই ইসরাইলি কর্তৃপক্ষ আল-আকসা মসজিদটি বন্ধ করে দিলে পশ্চিম তীরজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আল-জাজিরা, আনাদোলু।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।