Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ওয়ার্নারের পাল্টা আক্রমণ

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : খেলোয়াড়দের চলমান সঙ্কট মেটাতে কিছুটা নমনীয় হওয়ার ইঙ্গিত দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে, দেনা-পাওনা নিয়ে সমস্যা সমাধানে খেলোয়াড়দের কোন আগ্রহ নেই- সিএ’র এমন মন্তব্যে ক্ষেপেছেন দেশটির ওপেনার ও সহকারী অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি বলেন, ‘আমরা সবাই অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য মুখিয়ে আছি। এতে কোন সন্দেহ নেই। তবে আমাদের নিয়ে যে মন্তব্য করা হয়েছে, তা মোটেও ঠিক নয়।’
গত কয়েক মাস থেকেই সিএ’র সাথে দেনা-পাওনা নিয়ে সমস্যা শুরু হয় ক্রিকেট অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের। তাই বোর্ডের নতুনভাবে চুক্তিতে যায়নি স্মিথ-ওয়ার্নাররা। এতে প্রায় ২৩০ জন পুরুষ ও মহিলা খেলোয়াড় বেকার হয়ে পড়ে। তবে সমস্যা সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে সিএ ও অস্ট্রেলিয়া ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (এসিএ)। কয়েক দফায় আলোচনায় বসেছেও তারা। কিন্তু এখন পর্যন্ত এর সুরাহা হয়নি। অবশ্য আগামী সপ্তাহের মধ্যে কোন সমাধান না হলে, একটি স্বাধীন সালিশী প্যানেল গঠন করবে বলে জানান সিএ’র প্রধান নির্বাহি জেমস সাদারল্যান্ড। সিএ প্রধান নির্বাহি সাদারল্যান্ড সাংবাদিকদের বলেন, ‘সমস্যা সমাধানে অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) ও খেলোয়াড়দের আগ্রহ নেই। এতে হুমকির মুখে পড়েছে বাংলাদেশ, ভারত ও অ্যাশেজ সিরিজ। আমার বাড়তি উদ্বেগ আছে, সমস্যা সমাধানে তারা যথেষ্ট তৎপরতা দেখাচ্ছে না ।’
তার এই বক্তব্যের জবাবে সিএ’কে একহাত নিলেন ওয়ার্নার। নিজের ইনস্টাগ্রামে তিনি বলেন, ‘এই ব্যাগি গ্রিন (ক্যাপ) মানে আমার কাছে বিশ^। এটার জন্য আজ আমি বিশে^ পরিচিতি পেয়েছি। আমি নিজে এবং সকল পুরুষ ও মহিলা খেলোয়াড়রা মাঠে নামতে এবং খেলতে চান। একটি শান্তি পরিকল্পনা হিসেবে আমরা ৩০ মিলিয়ন ডলার প্রস্তাব করেছিলাম। তবে সেটি উপেক্ষা করা হয়েছিলো। আমরা আগে দু’বার মধ্যস্থতার জন্য বলেছিলাম এবং তারা প্রত্যাখান করেছে। এখন সিএ বলছে, এটি সঙ্কটের মধ্যে আছে। খেলোয়াড়রা এখন বেকার এবং আর্থিকভাবে বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু সঙ্কট চলছে। প্রশাসনে সবকিছু দেয়া হচ্ছে। তবে আমাদের দোষ কোথায়, এখনও কোন চুক্তি করা হয়নি।’
উল্লেখ্য, এসিএ গত মে মাসেই মধ্যস্থকারী নিয়োগের মাধ্যমে সমস্যা সমাধানের প্রস্তাব দিয়েছিল। কিন্তু তখন সিএ এই প্রস্তাব মেনে নেইনি। উল্টো তারাই এখন সেই পথেই সমাধানের চেষ্টা করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ