Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাজ্যের অর্থনৈতিক প্রবৃদ্ধি এগিয়েছে

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : উচ্চ মূল্যস্ফীতি ও ব্রেক্সিট কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা সত্তে¡ও দ্বিতীয় প্রান্তিকে ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা এগিয়েছে। মূলত সেবা খাতের অগ্রগতির সুবাদেই প্রবৃদ্ধি বেড়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান বিভাগ ওএনএস। এক বিবৃতিতে ওএনএস জানিয়েছে, এপ্রিল থেকে জুন প্রান্তিকে ব্রিটেনের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে দশমিক ৩ শতাংশ। প্রথম প্রান্তিকের দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধির তুলনায় এ বৃদ্ধি যৎসামান্য। দ্বিতীয় প্রান্তিকে দেশটির বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল ১ দশমিক ৭ শতাংশ; যা প্রথম প্রান্তিকের ২ শতাংশের তুলনায় কম। কিছুদিন আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ব্রিটেনের চলতি বছরের অর্থনৈতিক পূর্বাভাস কমিয়েছে। সেসঙ্গে ব্রেক্সিট ঘিরে সৃষ্ট অনিশ্চয়তায় প্রবৃদ্ধির আউটলুকও নেতিবাচক অবস্থায় রয়েছে। কিন্তু সেবা খাত দশমিক ৫ শতাংশ স¤প্রসারিত হওয়ার সুবাদে দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধি কিছুটা স¤প্রসারিত হয়েছে। ওএনএসের প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেবা খাত স¤প্রসারণের মধ্যে থাকলেও নির্মাণ ও ম্যানুফ্যাকচারিং খাত নিম্নমুখী অবস্থায় রয়েছে। এএফপি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ