Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দশ হাজার মার্কিন সেনার আত্মহত্যার চেষ্টা

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : ২০০৪-২০০৯ সাল পর্যন্ত প্রায় দশ হাজার মার্কিন সেনা আত্মহত্যার চেষ্টা করেছেন। আমেরিকান মেডিক্যাল অ্যাসোসিয়েশন প্রকাশিত জামা সাইকিয়াট্রি জার্নালে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ দাবি করা হয়েছে। গবেষণা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সদস্যের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেড়েছে ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সময় থেকে। এতে বলা হয়েছে, আত্মহত্যার চেষ্টাকারী সেনাদের মধ্যে ৮৬ শতাংশই পুরুষ। ৬৮ শতাংশের বয়স ত্রিশ বছরের কম এবং ৬০ শতাংশ সেনা শ্বেতাঙ্গ আমেরিকান। যেসব সামরিক ইউনিটে এক বছর আগে আত্মহত্যার ঘটনা ঘটেছে সেগুলোতে আত্মহত্যার চেষ্টা ২ দশমিক ৩ গুণ বেড়েছে। ৬০০টি শক্তিশালী সামরিক ইউনিটের এমন প্রবণতা লক্ষ্য করা গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের তথ্য অনুসারে ২০১৬ সালে দেশটির সেনাবাহিনীতে কর্মরত ২৬৫ জন সেনা আত্মহত্যা করেছেন। ২০১৬ সালে প্রতি ১ লাখ সেনার মধ্যে আত্মহত্যার ঘটনা ঘটে ৩০টি। গত সাত বছরের মধ্যে এটাই ছিল সর্বোচ্চ আত্মহত্যার ঘটনা। মিডল ইস্ট মনিটর, ইউএসটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ