মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : যুদ্ধ, কলেরা আর ক্ষুধাÑ সবমিলে এক দুর্বিষহ সময় পার করছে ইয়েমেনের শিশুরা। এ মুহূর্তে ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। দুদিনের সফর শেষে জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাহী পরিচালক এক যৌথ বিবৃতিতে জানান, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ শিশুকে জরুরি মানবিক সহায়তা দেয়া প্রয়োজন। প্রায় ২০ লাখ ইয়েমেনি শিশু অপুষ্টির শিকার। ফলে এসব শিশু খুব সহজেই কলেরায় আক্রান্ত হচ্ছে। রোগের প্রাদুর্ভাবে শিশুরা আরো বেশি অপুষ্টির শিকার হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে সউদী সমর্থিত সরকার ও শিয়া বিদ্রোহীদের কারণে দেশটির অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দুর্ভিক্ষের ঝুঁকির মুখে পড়েছে লাখ লাখ মানুষ। বিবৃতিতে বলা হয়, বিশ্বের সবচেয়ে খারাপ কলেরা প্রাদুর্ভাবের মুখোমুখি হওয়ায় বড় আকারে মানবীয় সংকট দেখা দিয়েছে দেশটিতে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।