Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

জরুরি সহায়তা প্রয়োজন ইয়েমেনের শিশুদের

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


ইনকিলাব ডেস্ক : যুদ্ধ, কলেরা আর ক্ষুধাÑ সবমিলে এক দুর্বিষহ সময় পার করছে ইয়েমেনের শিশুরা। এ মুহূর্তে ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ শিশুর জরুরি মানবিক সহায়তার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘ। দুদিনের সফর শেষে জাতিসংঘের তিনটি সংস্থার নির্বাহী পরিচালক এক যৌথ বিবৃতিতে জানান, ইয়েমেনের প্রায় ৮০ শতাংশ শিশুকে জরুরি মানবিক সহায়তা দেয়া প্রয়োজন। প্রায় ২০ লাখ ইয়েমেনি শিশু অপুষ্টির শিকার। ফলে এসব শিশু খুব সহজেই কলেরায় আক্রান্ত হচ্ছে। রোগের প্রাদুর্ভাবে শিশুরা আরো বেশি অপুষ্টির শিকার হচ্ছে। দুই বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনে সউদী সমর্থিত সরকার ও শিয়া বিদ্রোহীদের কারণে দেশটির অধিকাংশ অবকাঠামো ধ্বংস হয়েছে এবং দুর্ভিক্ষের ঝুঁকির মুখে পড়েছে লাখ লাখ মানুষ। বিবৃতিতে বলা হয়, বিশ্বের সবচেয়ে খারাপ কলেরা প্রাদুর্ভাবের মুখোমুখি হওয়ায় বড় আকারে মানবীয় সংকট দেখা দিয়েছে দেশটিতে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ