Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রুশ বিমান বাহিনী ৪৯ বছর থাকবে সিরিয়ায়

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ার ভূখÐে রাশিয়ার বিমান বাহিনী ৪৯ বছর পর্যন্ত মোতায়েন থাকবে। এ সংক্রান্ত একটি চুক্তি অনুমোদন করেছেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন। চলতি বছরের জানুয়ারিতে রাশিয়া-সিরিয়া এ চুক্তি সই করে। এতে সিরিয় ভূখÐে রুশ বিমান বাহিনী মোতায়েন সংক্রান্ত বিষয়াদি রয়েছে। এ ছাড়া, সিরিয় ভূখÐে রুশ সামরিক স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর মস্কোর এখতিয়ারের বিষয়টি নির্ধারিত হয়েছে। চুক্তি অনুযায়ী রুশ বিমান বাহিনী সিরিয় ভূখÐে ৪৯ বছর থাকতে পারবে। এ ছাড়া মেয়াদ শেষ হওয়ার পর এ চুক্তি স্বয়ংক্রিয়ভাবে আরো ২৫ বছরের জন্য নবায়ন হবে। রুশ সংসদের নিম্নকক্ষ ডুমা চলতি মাসের ১৪ তারিখে এ চুক্তি অনুমোদন করে এবং এর পাঁচদিন পর অনুমোদন করে সিনেট। প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার এ চুক্তি অনুমোদন করেছেন। দামেস্কের অনুরোধে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বরে সিরিয়ায় মোতায়েন করা হয় রুশ বিমান বাহিনী। সন্ত্রাস বিরোধী লড়াইয়ে দামেস্ক সরকারকে সহায়তার জন্য এ বাহিনী দেশটিতে মোতায়েন করা হয়। তাস, আরটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ