Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পেট্রোল-ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বায়ুদূষণ নিয়ন্ত্রণে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি নিষিদ্ধ করতে যাচ্ছে যুক্তরাজ্য। এ লক্ষ্যে ২০৪০ সাল থেকে দেশটিতে নতুন করে আর কোনো পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রি হবে না। দেশটির পরিবেশ-বিষয়ক মন্ত্রী সা¤প্রতিক এক ঘোষণায় এ কথা জানিয়েছেন। বায়ুদূষণ নিয়ন্ত্রণে সরকারের বহুল প্রত্যাশিত ৩৯০ কোটি ডলারের পরিকল্পনার অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানা গেছে। পরিবেশমন্ত্রী রেডিও ফোরকে দেয়া এক সাক্ষাত্কারে জানান, ২০৫০ সাল নাগাদ ব্রিটেনের রাস্তায় পেট্রল ও ডিজেলচালিত কোনো গাড়ি দেখা যাবে না। এই প্রতিশ্রæতি পূরণে ২০৪০ সালের পর দেশে পেট্রোল ও ডিজেলচালিত গাড়ি বিক্রির ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। যদিও প্রস্তাবটি বাস্তবায়ন নিয়ে পরিবেশবাদীরা যথেষ্ট সংশয়ে রয়েছেন। এএফপি, নিউইয়র্ক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ