Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

ইন্ডিয়া টুডে’র প্রচ্ছদে চীনের বিকৃত মানচিত্র

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীনের সঙ্গে সীমান্তে অচলাবস্থার মধ্যে ভারতীয় ম্যাগাজিন ইন্ডিয়া টুডের প্রচ্ছদে তিব্বত ও তাইওয়ানকে বাদ দিয়ে চীনের মানচিত্র ছাপা নিয়ে দেশটির সামাজিক গণমাধ্যমে তীব্র সমালোচনা চলছে। এতে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা সরকার, গণমাধ্যম হয়ে এবার জনগণের মধ্যে ছড়িয়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। ম্যাগাজিনের ৩১ জুলাই সংখ্যার প্রচ্ছদে এই ‘বিকৃত’ মানচিত্র ছাপা হয়। চীনের সামাজিক গণমাধ্যমে কঠোর ভাষায় ওই প্রচ্ছদ এবং একই সঙ্গে ভারতীয় ম্যাগাজিন ও সার্বিকভাবে ভারতের সমালোচনা করা হচ্ছে। ম্যাগাজিনের প্রচ্ছদ প্রতিবেদন চীনের নতুন পক্ষীছানা-এর সঙ্গে এই মানচিত্র প্রকাশ করা হয়। প্রচ্ছদের মানচিত্রে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর প্রসঙ্গে চীনকে মুরগি ও পাকিস্তানকে ওই মুরগির বাচ্চা হিসেবে চিত্রায়িত করা হয়। ছবিগুলোর ওপর দুদেশের জাতীয় পতাকা আঁকা। তিব্বত ও তাইয়ানকে চীনের মানচিত্র থেকে বাদ দেয়ায় ক্ষেপে উঠেছে চীনের ‘নেট প্রজন্ম’। সাউথ চায়না মর্নিং পোস্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ