Inqilab Logo

রোববার, ০২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৪ জিলক্বদ ১৪৪৫ হিজরী

কমিশনারদের ভিসা দেবে না মায়ানমার

জাতিসঙ্ঘ তদন্ত কমিশনের চেয়ারম্যান মারজুকি

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মায়ানমারের রাখাইনে মুসলিম রোহিঙ্গাদের ওপর দেশটির নিরাপত্তা বাহিনীর পরিচালিত হত্যা ও ধর্ষণের অভিযোগ অনুসন্ধানের জন্য গঠিত জাতিসঙ্ঘ তদন্ত কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তন এনেছে জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিল। আগের চেয়ারম্যান পক্ষপাতদুষ্ট এমন অভিযোগের পর জেনেভা থেকে গত বৃহস্পতিবার এই পরিবর্তনের কথা ঘোষণা করে কাউন্সিল। তথ্যানুসন্ধান মিশনের প্রধান করা হয়েছিল ভারতের সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংকে। তার স্থলাভিষিক্ত করা হয়েছে ইন্দোনেশিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল মারজুকি দারুসম্যানকে। তিনি ইতোপূর্বে উত্তর কোরিয়ায় মানবাধিকার পরিস্থিতি নিয়ে তদন্ত পরিচালনা করেছিলেন। গত মার্চে তদন্ত করার জন্য কমিশন গঠনের প্রস্তাব অনুমোদিত হওয়ার পর মে মাসে জয়সিংকে কমিশনের প্রধান করা হয়েছিল। এই কমিশনের অপর দুই সদস্য হলেন- হার্ভার্ডে প্রশিক্ষণপ্রাপ্ত শ্রীলঙ্কার আইনজীবী রাধিকা কুমারস্বামী এবং অস্ট্রেলিয়ার পরামর্শক ক্রিস্টোফার ডোমিনিক সিদোতি। চেয়ারম্যান পদে পরিবর্তন হলেও এই দু’জন কমিশনে থেকে গেছেন। মায়ানমার বলে আসছে, তারা কমিশনারদের ভিসা দেবে না। কারণ, এই কমিশনের সফরে রাখাইনে উত্তেজনা আরো বাড়বে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ