Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ২৯ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

নাইজেরিয়ায় নিহত ৫০

ইনকিলাব ডেস্ক : নাইজেরিয়ায় তেল অনুসন্ধানকারী একটি দলের ওপর সন্ত্রাসীগোষ্ঠী বোকো হারামের গুপ্ত হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে। একাধিক সূত্রের বরাত দিয়ে গত বৃহস্পতিবার বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে। বোর্নো রাজ্যের মাগুমেরি এলাকায় নাইজেরিয়ার ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশনের সদস্যদের ওপর এ হামলা চালানো হয়। ঘটনা সম্পর্কে দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এখনো পুরোপুরি স্পষ্ট করে কিছু বলা হয়নি। গত বুধবার সেনাবাহিনী জানিয়েছে, হামলায় ১০জন নিহত হয়েছে। সেনাবাহিনীর সদস্যদের প্রহরায় সুরক্ষিতভাবে কাজ করছিল অনুসন্ধানকারী দলটি। এমন অবস্থাতেও অতর্কিতে হামলা চালায় জঙ্গী গোষ্ঠী বোকো হারাম। এএফপি।

বেকুবদের বিশ্ববিদ্যালয়
ইনকিলাব ডেস্ক : বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বেকুবদের শিক্ষালয় বলে মন্তব্য করেছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে। ফিলিপাইনের প্রেসিডেন্টের সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর এই মন্তব্য করলেন দুতার্তে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওই প্রতিবেদনটির শিরোনাম সেনা, ট্রল ও সমস্যার নির্মাতারা : সামাজিক যোগাযোগমাধ্যমে কৌশলে সংগঠিত একটি বৈশ্বিক পণ্য । এতে দাবি করা হয়েছে, দুতের্তে টুইটারে বিরোধীদের সমালোচনা বন্ধে নিজের পক্ষে ট্রল নির্মাণে লাখ লাখ পাউন্ড খরচ করেন। রয়টার্স।

চুক্তি বাতিল কাতারের
ইনকিলাব ডেস্ক : মিসরের সঙ্গে স্বাক্ষরিত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানির চুক্তি বাতিল করেছে কাতার। এ চুক্তিতে থাকা তৃতীয় পক্ষের বেশ কয়েকটি অনুরোধের পর কাতার চুক্তিটি বাতিল করেছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা। বিশ্বের শীর্ষ এলএনজি উৎপাদনকারী দেশ কাতার। মিসরের ৬০ শতাংশ এলএনজি কাতার সরবরাহ করে। কিন্তু জুন মাসের সউদী আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে। এতে করে মিসরের এলএনজি সরবরাহ সংকটে পড়ে। রয়টার্স।

ন্যূনতম মজুরিবিধি
ইনকিলাব ডেস্ক : শ্রম আইন সমন্বয়ের লক্ষ্যে মজুরি সংক্রান্ত প্রথম চারটি বিধিমালার প্রথমটি অনুমোদন করেছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর মধ্য দিয়ে শ্রমিকদের মজুরিবিষয়ক এক ডজনের বেশি বিভিন্ন কেন্দ্রীয় শ্রম আইন একীভূত করার দিকে আরো একধাপ এগিয়ে গেল দেশটি। শ্রম আইন সমন্বয় ভারত সরকারের ব্যবসা পরিবেশের উন্নয়নের পাশাপাশি সবার জন্য সর্বজনীন ন্যূনতম মজুরি নিশ্চিতকরণে প্রথম বড় কোনো উদ্যোগ হতে চলেছে। মন্ত্রিসভার অনুমোদনের পর বিলটি পাসের জন্য পার্লামেন্টের চলতি বর্ষাকালীন অধিবেশনে উত্থাপন করা হবে। ইকোনমিক টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ