নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : দু’বার পেছানোর পর বহুল প্রতিক্ষীত ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু হচ্ছে আজ থেকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল সাড়ে চারটায় এবারের লিগের উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড ও নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব। যদিও আগের ফিকশ্চার অনুযায়ী প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। কিন্তু লিগ শুরু অন্তিম মূহুর্তে এসে নাটকের জন্ম দেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। লিগকে সামনে রেখে বুধবার তারা প্রথম পর্বের ফিকশ্চার প্রকাশ করলেও ২৪ ঘন্টা না পেরুতেই সেই ফিকশ্চারের পরিবর্তন আনে! ঢাকা আবাহনী ও সাইফ স্পোটিং ক্লাবের মধ্যকার ম্যাচ দিয়ে এবারের লিগ মাঠে গড়ালেও আগের ফিকশ্চার অনুযায়ী প্রথমদিন দ্বিতীয় ম্যাচে ঢাকা মোহামেডানের প্রতিপক্ষ ছিলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিন্তু হঠাৎ করেই গতকাল বেঁকে বসে শেখ জামাল। উদ্বোধনী দিনে তারা খেলতে নারাজ। এ ব্যাপারে লিগ কমিটিকে চিঠি দেয় শেখ জামাল। ফলে সিন্ধান্ত বদলাতে হয় লিগ কমিটিকে। জামালের চিঠির গুরুত্ব দিয়ে লিগ শুরু আগের দিন ফিকশ্চার বদলে দেয় তারা। ফলে নতুন ফিকশ্চারে প্রথম দিন আর কোন ম্যাচ রাখা হয়নি।
ঘরোয়া ফুটবলে কচ্ছপ গতিতেই যেন চলছে এবারের মৌসুম। নতুন মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ শেষ হয়েছে প্রায় দু’মাস আগে। গেল ৬ জুন এ টুর্নামেন্টের ফাইনাল শেষে দীর্ঘ বিরতিতে ফের প্রান ফিরে পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এবার দুই ভেন্যুতে খেলা হবে। এগুলো হলো- ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়াম। তবে অবিরাম বৃষ্টি আর বন্যার কারণে বর্তমানে শোচনীয় অবস্থা চট্টগ্রামের। তাই লিগের প্রথম পর্বের ৬৬টির মধ্যে ৬১ ম্যাচই রাখা হয়েছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। যদিও ঢাকায় টানা চারদিনের বর্ষণে এই স্টেডিয়ামের মাঠ তেমন ভালো অবস্থানে নেই। তারপরেও এখানেই প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ১২ দলের লিগের প্রত্যেক পর্বে ৬টি করে ম্যাচ মাঠে গড়াবে। বাফুফের নতুন ফিকশ্চার অনুযায়ী প্রথম পর্ব শেষ হবে ২০ সেপ্টেম্বর।
এদিকে বৃষ্টির কারণে বেশ ক’দিন পূর্ণ অনুশীলন করতে পারেনি ঢাকা আবাহনী। তবে গতকাল বৃষ্টি না থাকায় তারা দীর্ঘসময় অনুশীলন করে। ধানমন্ডিতে নিজেদের মাঠে শেষ মূহুর্তের অনুশীলন সারে আবাহনী। ফেডারেশন কাপে সাইফ স্পোটিংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ফলাফল মাথায় রেখে আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রামো মামিচ তার শিষ্যদের প্রস্তুত করছেন। লিগের প্রথম ম্যাচ নিয়ে মামিচ বলেন, ‘ওটা ছিলো মৌসুম শুরুর ম্যাচ। মাঝে আমরা অনেক ম্যাচ খেলেছি। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হয়েছি। এই মুহুর্তে আমার দল দারুন একটা জায়গায় আছে। আশা করছি জয় দিয়েই লিগ শুরু করবো আমরা।’ গত মৌসুমে আবাহনীকে লিগ শিরোপা এনে দেয়ার অন্যতম কারিগর ছিলেন ইংলিশ প্লে মেকার লি টাক। কিন্তু এবার তাকে ধরে রাখা যায়নি। আরিফ, তপু বর্মণরা দল ছাড়ায় রক্ষণভাগও শক্তি হারিয়েছে। জুয়েল, হেমন্তরা না থাকায় মাঝমাঠও কিছুটা নড়বড়ে। যদিও নাসির উদ্দিন, রায়হান, ইয়ামিন, রুবেল মিয়া, সোহেল রানাদের দলে ভিড়িয়ে সেই ঘাটতি পূরণে চেষ্টা করেছেন আবাহনী কর্তারা। বিশেষ করে রুবেলকে চট্টগ্রাম আবাহনী থেকে উড়িয়ে এনে লাভবান হয়েছে ঢাকা আবাহনী। সমস্যা যা একটু মাঝমাঠ নিয়েই। তবে লি টাকের অভাব ঢাকার মাঠের পরিচিত ফুটবলার শেখ জামাল থেকে আসা ল্যান্ডিং ডারবোয়ে পূরণ করতে পারবেন বলেই বিশ্বাস কোচ মামিচের। অন্যদিকে ফেডারেশন কাপের ব্যর্থতাকে পাশ কাটিয়ে লিগে প্রথম অংশগ্রহণকে স্মরণীয় করে রাখতে চায় সাইফ স্পোর্টিং ক্লাব। তারা ঢাকা আবাহনী, শেখ জামাল, শেখ রাসেলেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। তাদের লক্ষ্য বর্তমান চ্যাম্পিয়নদের হারিয়ে লিগে শুভসূচনা করা। ইংলিশ কোচ কিম্বলি গ্রান্টকে এই চ্যালেঞ্জ সাহস যোগাচ্ছেন সাইফ স্পোটিংয়ে যোগ দেয়া ডিফেন্ডার আরিফুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, তপু বর্মণ, শাকিল আহাম্মেদ, জুয়েল রানা ও শেখ রাসেল থেকে আসা জামাল ভুইয়া। চ্যাম্পিয়নশিপ লিগে খেলা মতিন মিয়াও তাদের বড় শক্তি। এদের নিয়েই জয় দিয়ে লিগ শুরু করতে চায় নবাগতরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।