Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

কেনিংটনেও ধুঁকছে ইংল্যান্ড

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 

স্পোর্টস ডেস্ক : কেনিংটন ওভালের সেঞ্চুরিটা হয়ে গেল। চতুর্থ ভেন্যু হিসেবে একশতম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হল এই ম্যাচ দিয়েই। কিন্তু এমন ঐতিহাসিক দিনে ঘরের মাঠে স্বস্তিতে নেই ইংল্যান্ড। দক্ষিণ আফ্রিকার নিংন্ত্রিত বোলিংয়ে ১২০ রান তুলতেই তারা হারিয়েছে ৪ উইকেট।
এই রিপোর্ট লেখার সময় বৃষ্টির কারণে খেলা বন্ধ ছিল। এর আগে প্রথম দফায় বৃষ্টির হানা আসে ২৩তম ওভারে। দলীয় ১২ রানে জেনিংসকে হারানোর ধাক্কাটা অভিষিক্ত টম ওয়েস্টলিকে নিয়ে সামলে নেয়ার চেষ্টা করছিলেন অ্যালিস্টার কুক। আর কোন উইকেট না হরিয়ে ৬৪ রান নিয়ে মধ্যাহ্ন বিরতিতেও যায় তারা। কিন্তু ফিরে এসে ক্রিস মরিসের করা ২৩তম ওভারেরই পঞ্চম বলে দ্বিতীয় ¯িøপে ডেন এলগারের হাতে ধরা পড়েন ওয়েস্টলি (২৫)। এর আগে জেনিংসও (০) ফিলেন্ডারের বলে ক্যাচ দিয়েছিলেন তৃতীয় ¯িøপে দাঁড়ানো ডেন এলগারের হাতে। ইনিংস মেরামত করতে কুকের সাথে যোগ দেন অধিনায়ক জো রুট (২৯)। কিন্তু তাদের জুটি ফিফটি পূর্ণ হওয়ার আগেই ফিল্যান্ডারের বলে উইকেটরক্ষক ডি ককের দুর্দান্ত ক্যাচে পরিনত হয়ে ফেরেন ইংলিশ দলপতি রুট। খানিক বাদেই খেলা থামিয়ে দেয় বেরসিক বৃষ্টি। খানিক বাদে খেলা শুরু হওয়ার চতুর্থ ওভারেই কাসিগো রাবাদার দুর্দান্ত ইয়োর্কারে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন ডেভিড মালান। ১৭ বলের সাবধানী ইনিংসে করেন মাত্র ১ রান। ৫৫ রানে অপরাজিত থাকা কুকের সাথে যোগ দেন বেন স্টোকস।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ