Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রানপাহাড়ে পিষ্ট শ্রীলঙ্কা

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম


স্পোর্টস ডেস্ক : চা বিরতির আগে ভারত যখন তাদের সংগ্রহ ৬০০ পর্যন্ত নিয়ে থামল তখনও দেখা যায়নি বলের এমন কারিকুরি। যাদব-সামি-আশ্বিনরা বল হাতে নিয়েই বলকে নিজেদের ভাষায় কথা বলাতে লাগলেন। সুইং, সিম, পেস, টার্ন আর বাউন্সে অতিষ্ঠ করে রাখলেন শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের। ফলাফলÑ দ্বিতীয় দিন শেষে ১৫৪ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। ফলোঅন এড়াতেই এখনো তাদের করতে হবে ২৪৭ রান!
পাঁচ না বলে ছয় উইকেট বলাটাই হবে যুক্তিযুক্ত। অ্যাসলে গুনারতেœ তো আগের দিনই আঙ্গুল ভেঙে ফেলেছেন। ব্যাট তো তিনি করতে পারবেনই না, এমনকি সিরিজের বাকি ম্যাচের সাথে ওয়ানডে ও টি-২০ সিরিজের তাকে দলে পাবে না শ্রীলঙ্কা। এখন তাই তারা তাকিয়ে সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটের দিকে। ব্যাক্তিগত ৫৪ রানে ব্যাট করছেন এই মিডিলঅর্ডার, সঙ্গী দিলরুয়ান পেরেরা (৬*)।
ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারের পঞ্চম বলে করুনারতœকে এলবিডবিøউয়ের ফাঁদে ফেলে শুরুটা করেন উমেশ যাদব। গুনাথিলাকাকে নিয়ে উপুল থারাঙ্গা ৬১ রানের জুটিতে সেই ধাক্কা সামলে না নিতেই মোহাম্মাদ সামির জোড়া আঘাত। একই ওভারে একই ধরনের বলে প্রথম ¯িøপের একই জায়গা থেকে দুটি ক্যাচই নেন শেখর ধাওয়ান, প্রথমে ক্যাচ দেন বাঁ-হাতি গুনাথিলাকা, তিন বল পরে কুসল মেন্ডিস। এরপর ম্যাথিউসের সাথে আবারো পঞ্চাশোর্ধো (৫৭) রানের আরেক জুটিতে বেহাল দশা কাটিয়ে উঠার উঙ্গিত দেন থারাঙ্গা। বেশ স্বাচ্ছন্দেই ছিলেন এই ওপেনার। বিশেষ করে অফসাইডে ছিলেন দুর্দান্ত। ৬৪ রানের ইনিংসসে ১০টি দৃষ্টিনন্দন বাউন্ডারিও হাঁকান তিনি। কিন্তু অদ্ভত এক রান আউটে থামতে হয় তাকে। দিনের শেষভাগে ডিকভেলাকে মুকুন্দর হাতের ক্যাচ বানিয়ে ফেরান আশ্বিন।
ভারতের ইনিংসটা একটু আগেভাগেই শেষ হয়েছে বলা যায়। তবে ব্যাট হাতে নি¤œসারিদের আগ্রাসী ভুমিকায় ইনিংসটা এতটাই ফুলে ফেঁপে উঠেছে যে ব্যাপারটা চোখ এড়িয়ে যাচ্ছে। ৩ উইকেটে ৩৯৯ রানে দিন শুরু করেন চেতস্বর পুজারা ও আজিঙ্কে রাহানে। আগের দিনের অপরাজিত ১৪৪ রানের সাথে এদিন মাত্র ৯ রান যোগ করেই ফেরেন পুজারা। এ নিয়ে ক্যারিয়ারের ১২ সেঞ্চুরির অর্ধেককেই দেড়শতে রুপ দিলেন এই ওপেনার। রাহানেও ফেরেন ফিফটি করেই (৫৭)। এরপর হৃদ্ধিক পান্ডিয়ার ৪৯ বলে ৫০ ও সামির ৩০ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ে ভারত।
আগের দিন ৩ উইকেট নেয়া নুয়ান প্রদীপ এদিনও নেন ৩টি। মোট ১৩২ রানে ৬ উইকেট নেন এই পেসার, ২৪ টেস্ট ক্যারিয়ারে যা তার সেরা বোলিং রেকর্ড। গলের এই মাঠে আগের ১৭ ম্যাচে ৯৩ উইকেট নেয়া রঙ্গনা হেরাথ এদিন পান ১ উইকেট। এজন্য চল্লিশ ছুঁই ছুঁই স্পিনারকে গুনতে হয়েছে ১৫৯ রান!
ভারত ১ম ইনিংস : ১৩৩.১ ওভারে ৬০০ (ধাওয়ান ১৯০, মুকুন্দ ১২,পুজারা ১৫৩, কোহলি ৩, রাহানে ৫৭, অশ্বিন ৪৭, সাহা ১৬, পান্ডিয়া ৫০, জাদেজা ১৫, সামি ৩০, যাদব ১১*; প্রদীপ ৬/১৩৩, কুমারা ৩/১৩১, পেরেরা ০/১৩০, হেরাথ ১/১৫৯, গুনাথিলকা ০/৪১)।
শ্রীলঙ্কা ১ম ইনিংস : ৪৪ ওভারে ১৫৪/৫ (করুনারতেœ ২, থারাঙ্গা ৬৪, গুনাথিলাকা ১৬, মেন্ডিস ০, ম্যাথিউস ৫৪*, ডিকভেলা ৮, পেরেরা ৬*; সামি ২/৩০, যাদব ১/৫০, অশ্বিন ১/৪৮, জাদেজা ০/২২)।
দ্বিতীয় তিন শেষে ৪২৬ রানে পিছিয়ে শ্রীলঙ্কা



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ