Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া লন্ডনে গিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন : ওবায়দুল কাদের

বরিশাল নগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান শুরু

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বরিশাল ব্যুরো : আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বরিশাল মহানগর আওয়ামী লীগের আনুষ্ঠানিক সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি ভাষনে বলেছেন, খারাপ লোকদের দলে নেওয়া যাবে না। যারা ইয়াবা সেবী, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িকতায় বিশ্বাসী তাদের জন্য আওয়ামী লীগে কোন স্থান নেই। ভালো মানুষকে দলে নিতে হবে। নেতা-কর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ভালো আচরণ করে মানুষের মন জয় করতে হবে। সদস্য সংগ্রহ অভিযানে নতুন ও নারী ভোটারদের দলে অগ্রাধিকার দেবার পরামর্শ দিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও হাজার হাজার নেতা-কর্মীরা এসে প্রমান করেছেন আমাদের মধ্যে ঐক্য আছে। তিনি এই ঐক্য অটুট রাখার আহŸান জানিয়ে বলেন, নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। তিনি বিএনপি নেত্রী সম্পর্কে বলেন, বেগম খালেদা জিয়া চিকিৎসার নামে লন্ডনে গিয়ে পাকিস্তানীদের নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। স্বপ্ন দেখছেন কবে আবার হাওয়া ভবনে ফিরে এসে লুটপাটের রাজনীতি শুরু করবেন। কিন্তু ষড়যন্ত্র ও আন্দোলনের ভয় দেখিয়ে শেখ হাসিনার সরকারকে হটানো যাবে না বলে আওয়ামী লীগের সাধারন সম্পাদক হুশিয়ারী উচ্চারন করেন। তিনি বলেন, বিএনপির আন্দোলনে মানুষ আর সাড়া দেবে না। কারণ কান্নাকাটি আর নালিশ ছাড়া বিএনপির কোন রাজনীতি নেই। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে বলে জানান তিনি। তিনি গতকাল (বৃহস্পতিবার) নগরীর ফজলুল হক এভেনিউতে এ সভার আয়োজন করা হলেও দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও নগরীর ৩০টি ওয়ার্ড ও জেলার বিভিন্নস্থান থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে বৃষ্টি সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। বিকাল ৪টায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যখন মঞ্চে আসেন তখনও অঝোরে বৃষ্টি হচ্ছিল। নেতা-কর্মীরা করতালি দিয়ে স্বাগত জানান প্রধান অতিথিকে। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি দেখে আনন্দিত হয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, কীর্তনখোলার যে ঢেউ আজ বরিশাল নগরে উপচে পড়েছে তা অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে উঠবে।
নগর আওয়ামীলীগের সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে আয়োজিত এ জনসভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামীলীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আঃ রহমান এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম এমপি, কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য গোলাম রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি।
বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে সমাবেশে নগর আওয়ামী লীগের পক্ষে বক্তৃতা করেন যুগ্ম সাধারন সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু। সমাবেশ পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর। প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী মঞ্চে পৌঁছালে তাকে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বে নগর আওয়ামী লীগের পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুরুতেই নগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন করেন ওবায়দুল কাদের। এছাড়া জেলা আওয়ামী লীগের সদস্য পদ নবায়ন করেন জেলা সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি ও সাধারণ সম্পাদক তালুকদার মোঃ ইউনুস এমপি।
ফজলুল হক এভিনিউর বিশাল সমাবেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরো বলেন, বিএনপি বলেছিল ঈদের পরে তারা কঠোর আন্দোলন করবে। কিন্তু দিন গেল, মাস গেল আন্দোলন হলো না। আন্দোলন এখন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে নির্বাসিত। ওবায়দুল কাদের বলেন, বরিশালে বিএনপির মহাসচিব আসলেন। তার সামনেই নেতাকর্মীরা মারামারি হাতাহাতি করেছে। মীর্জা ফখরুলকে উদ্দেশ্যে করে ওবায়দুল কাদের বলেন, বড় বড় কথা বলেন। অথচ দলে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না। কর্মীদের ভয়ে ঢাকা পালিয়ে যেতে হয়েছে বলেউ উল্লেখ করেন তিনি। নিজ দলীয় জনসভাকে সুশৃঙ্খল উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দলের সর্বস্তরে শৃঙ্খলা বজায় রেখে আবার শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তিনি বলেন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও গণতন্ত্রকে বাজায় রাখতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। উন্নয়নের জোয়ার অব্যাহত রাখার জন্য আর একবার দরকার শেখ হাসিনার সরকার।
বিএনপির আন্দোলন তর্জন-গর্জনেই শেষ উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আর রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সাড়ে ৮ বছরেও দেশে ফেরার সাহস হলো না। যারা মামলা, জেল-জুলুমকে ভয় পায় তাদের দিয়ে আন্দোলন হয় না। ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে মানুষ আর সাড়া দেবে না। ওদের আন্দোলন হচ্ছে মানুষ পুড়িয়ে মারা, রাস্তাÑঘাট, গাছ কেটে ফেলা, বিদ্যুৎ স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া। আন্দোলনের নামে বিএনপি ১৬৫ জন মানুষকে পুড়িয়ে মেরেছে বলে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আর ওই বিভেষিকাময় দিনে আর ফিরে যাবে না। ২০০১ সালের নির্বাচনের পর ওরা আওয়ামী লীগ নেতাকর্মীদের পুকুরের মাছ, ঘরের চাল, গোয়ালের গরু পর্যন্ত লুট করেছিল। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শরিয়তপুর থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক চার লেন করা সহ দক্ষিনাঞ্চলের জন্য সরকারের গৃহীত উন্নয়ন কর্মযজ্ঞের বর্ণনা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ঘরে ঘরে গিয়ে মানুষকে উন্নয়নের কথা বলতে হবে। আগামী নির্বাচনে বিভাগের প্রত্যেকটি আসনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ওবায়দুল কাদের


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ