Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্তুষ্টি নিয়ে ফিরছে পরিদর্শক দল

| প্রকাশের সময় : ২৮ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের প্রতিনিধি দল গতকালও চট্টগ্রামে ব্যস্ত সময় কাটিয়েছেন। গত বুধবার এ প্রতিনিধি দলটি চট্টগ্রামে এসে পুলিশ কমিশনারের সাথে রুদ্ধদ্বার বৈঠক করেছিলেন। মূলত চট্টগ্রামে তাদের ক্রিকেটারদের নিরাপত্তার ব্যবস্থাটি কেমন হবে সে বিষয়ে হয়েছিল আলোচনা। প্রতিনিধি দলটি সেসময় সাংবাদিকদের মুখোমুখি হয়নি। কিন্তু গতকাল জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন শেষে প্রতিনিধি দলটি এদেশের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
সকালে জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। ঘণ্টাখানেক তারা স্টেডিয়ামের সবকিছু ঘুরে দেখেন। এরপর অস্ট্রেলিয়া দলের টিম ম্যানেজার গেভিন ডবেই বলেন, ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুসহ নিরাপত্তা ব্যবস্থা সবকিছু ঘুরে দেখেছি। নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে আমাদের কাছে ভাল লাগার পাশাপাশি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রশংসাও করেছেন। গেভিন ডবেই আরো বলেন, ক্রিকেটে বাংলাদেশ এখন আগের চেয়ে অনেক ভালো করছে। তারা এখন শক্ত প্রতিপক্ষ। এরপর প্রতিনিধি দল ক্রিকেটারদের আবাসস্থল র‌্যাডিসন বøু কর্তৃপক্ষের সাথেও বৈঠক করেছেন।
এ প্রতিনিধি দল ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন করলেও দেশটির ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটারদের মধ্যে বেতন-ভাতা নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল তা এখনো নিরসন হয়নি। কারণ এখনো দুই পক্ষ তাদের অবস্থানে অনড়। এ সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা গত বুধবার চট্টগ্রাম এসেছিল। চট্টগ্রামে আসা পাঁচ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে রয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সিনিয়র ম্যানেজার টিম অপারেশন অ্যাডাম ফ্রেশার, ম্যানস টিম ম্যানেজার গেভিন ডুবেই, সিকিউরিটি অ্যান্ড এন্টি করাপশন ম্যানেজার সেন ক্যাররল, ম্যানস টিম সিকিউরিটি ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসি এবং অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েশনের প্রতিনিধি নিকোলাস চার্লস পেলিসার কোটনি। আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে ছিলেন ন্যাশনাল ম্যানেজার আবদুল বাতেন, ক্রিকেট অপারেশন ম্যানেজার সাব্বির খান, জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ