মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : সাত বছর ধরে ওবামাকেয়ার বাতিলের পক্ষে অবস্থান নেয়া রিপাবলিকানরা আবারও ব্যর্থ হয়েছেন। গত বুধবার সংশোধন ছাড়াই ওবামাকেয়ার বাতিলের প্রস্তাবে আয়োজিত ভোটাভুটিতে হেরে গেছেন রিপাবলিকান সিনেটররা। ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে ভোট দেন ৫৫ জন সিনেটর আর পক্ষে ছিলেন ৪৫ জন। ওবামাকেয়ার বাতিলে সিনেটের ভোটাভুটিতে হেরে গিয়ে রিপাবলিকানরা এখন ছোটোখাটো সংশোধনের পক্ষে অবস্থান নিয়েছেন। এখন বিষয়টি দেশটির হাউস অব রিপ্রেজেন্টেটিভদের মধ্যে আলোচনার মধ্য দিয়ে মীমাংসা হবে। গত বুধবার ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে সিনেটের রায়ের ফলে আগামী দুই বছর তা বহাল থাকছে। এ সময়ের মধ্যে ওবামাকেয়ার বাতিলের জন্য কাজ করার পর্যাপ্ত সময় পাবে কংগ্রেস। খবরে বলা হয়, ২৪ ঘণ্টার মধ্যে দুইবার সিনেটে ওবামাকেয়ার বাতিলের ভোটাভুটিতে হেরে গেলেন রিপাবলিকানরা। সিনেটে রিপাবলিকানদের ৫২-৪৮ ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা থাকার পরও ভোটাভুটিতে হেরে যাওয়াতে দলটির বিভক্তি সামনে এসেছে। বুধবার সাতজন রিপাবলিকান সিনেটর ওবামাকেয়ার বাতিলের বিপক্ষে ভোট দেন। এর আগে মঙ্গলবার ওবামাকেয়ার বাতিল ও নতুন স্বাস্থ্যনীতির গ্রহণের প্রস্তাবেও হারতে হয় রিপাবলিকানদের। সিনেটে রিপাবলিকানদের এ পরাজয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিপর্যয়কর। নির্বাচনি প্রচারণাতেই ট্রাম্প ওবামাকেয়ার বাতিলের প্রতিশ্রæতি দিয়ে জোর দিয়েছিলেন। বিবিসি, রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।