Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

আজ মুক্তি পাচ্ছে বুলেট বাবু

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : আজ মুক্তি পাচ্ছে মঈন বিশ্বাস পরিচালিত সিনেমা বুলেট বাবু। সিনেমাটিতে অভিনয় করেছেন নায়ক-নায়িকা হিসেবে রয়েছেন রোহান শাকিরা। রোহান বলেন, আমার প্রথম সিনেমা ‘পাগল তোর জন্য রে’-এরপর এমন একটি অ্যাকশনধর্মী সিনেমায় কাজ করতে পেরে খুবই আনন্দিত। এটি একটি অন্যতম সেরা অ্যাকশন সিনেমা। এ সিনেমার মাধ্যমে একসময়ের নায়ক মেহেদীকে প্রথমবারের মতো খলনায়ক হিসেবে দর্শক দেখতে পাবেন। রোহান বলেন, আমি চাই চলচ্চিত্রে একজন সফল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। তাই চলচ্চিত্রে ক্যারিয়ার শুরুর আগেই থিয়েটারে অভিনয় শিখেছি, নাচ ও ফাইটের উপরে প্রশিক্ষণ নিয়েছি। উল্লেখ্য, সিনেমাটির পরিবেশনায় রয়েছে জ্যোতি ফিল্ম ইন্টারন্যাশনাল এবং প্রযোজনায় এফএনএ ফিল্ম। এর অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ওমর সানি, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, ড্যানি সিডাক, শানু শিবা, রেবেকা প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ মুক্তি পাচ্ছে বুলেট বাবু
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ