Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তিন মাস পর অভিনয়ে ফিরলেন হাসিন

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম | আপডেট : ১২:৫৫ এএম, ১১ মার্চ, ২০১৬

স্টাফ রিপোর্টার : সংসার, বাসা পরিবর্তন এবং পারিবারিক কাজ নিয়ে ব্যস্ত থাকায় গত তিন মাস অভিনয় থেকে দূরে ছিলেন হাসিন। সব গুছিয়ে উঠে আবার অভিনয়ে ফিরেছেন এই অভিনেত্রী। গত সপ্তাহে ইয়ামিনের নির্দেশনায় ‘এখনো রাত বাকী’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনয়ে ফিরলেন হাসিন। হাসিন বলেন, ‘ক্যামেরার সামনে থাকাটাই যেন অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাই না থাকলে মনে হয়, কী যেন হারিয়ে যাচ্ছে জীবন থেকে। সব ঝামেলা শেষ করে আবারো অভিনয়ে ফিরেছি। এখন থেকে নিয়মিত কাজ করবো। এখনো রাত বাকি নাটকের গল্প এককথায় দর্শকের টিভি’র পর্দায় চোখ রাখার মতো। আমি কাজটি করে তৃপ্ত। আশাকরি দর্শকেরও ভালোলাগবে।’ উল্লেখ্য, ২০১১ সালের ভিট চ্যাম্পিয়ন হওয়ার পর অভিনয়ে হাসিনের যাত্রা শুরু। এরপর একের পর এক নাটকে অভিনয় করে গেছেন। বর্তমানে প্রচার হচ্ছে, তার অভিনীত চ্যানেল নাইনে দীপংকর দীপন পরিচালিত ‘গ্র্যাÐ মাস্টার’, চ্যানেল আইতে কাফী বীরের ‘মেঘের ওপারে’ এবং এটিএন বাংলায় ‘সাহেব বাবুর বৈঠকখানা’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তিন মাস পর অভিনয়ে ফিরলেন হাসিন
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ