বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চট্টগ্রাম ব্যুরো : বিগত ২০১১ সাল থেকে মাটির নীচ দিয়ে অবৈধভাবে টানা পাইপ দিয়ে গ্যাস চুরির দায়ে ২২টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। কর্ণফুলী গ্যাস সরবরাহ কোম্পানি লিমিটেডের ভিজিল্যান্স টিম গতকাল (বৃহস্পতিবার) আকস্মিক এই অভিযান পরিচালনা করে। ইপিজেড থানার ব্যারিস্টার সুলতান আহমেদ কলেজ রোড় এলাকায় জনৈক মোঃ মহিউদ্দীন মালিকানাধীন কলোনিতে ২০১১ সাল থেকে মাটির নীচে ৩/৪ ফুট গভিরে নিজ উদ্যোগে রাইজার স্থাপন করে ২২টি অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করা হচ্ছিল। সংযোগটি স্থায়ী বিচ্ছিন্ন করা হয়েছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরের নেতৃত্বে উক্ত অভিযান পরিচালিত হয়। অভিযানে ধৃত একজনকে এক মাসের কারাদ- দেয়া হয়। গ্যাস সংযোগ বিছিন্ন অভিযান পরিচালনাকালে কেজিডিসিএল’র ব্যবস্থাপক (ভিজিল্যান্স) প্রকৌশলী হাসান সোহারবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।