Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পহেলা বৈশাখে এফএ সুমনের নতুন অ্যালবাম

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সঙ্গীতশিল্পী, সুরকার ও সঙ্গীত পরিচালক এফএ সুমনের গাওয়া বেশ কিছু গান ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এগুলোর মধ্যে রয়েছে- ভিতর কান্দে, জাদুরে, মন মুনিয়া, দরদিয়া, ঘুম পাড়ানি বন্ধু, জানরে তুই, জানেরে খোদা জানে, রঙ্গিলা রে, বন্ধুরে তোর বুকের ভিতর উল্লেখযোগ্য। ঈদ, নতুন বছর, ভালোবাসা দিবস ও পহেলা বৈশাখসহ বিশেষ দিনগুলোতে শ্রোতাদের উপহার দিয়ে থাকেন নতুন নতুন গান। এই ধারাবাহিকতায় পহেলা বৈশাখে বাজার আসছে তার নতুন ডুয়েট অ্যালবাম। মাসুদ আহমেদের কথায় ‘বঁধুয়া’ শিরোনামের অ্যালবামটিতে গান রয়েছে ৬টি। সবগুলো গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন এফএ সুমন নিজেই। ইতিমধ্যে অ্যালবামের কাজ শেষ হয়েছে। এফএ সুমন বলেন, ‘শ্রোতারা আমার কাছ থেকে যে ধরনের গান শুনতে পছন্দ করে তেমন গানই করেছি। আশা করি ‘বঁধুয়া’ অ্যালবামের গানগুলো শ্রোতাদের চাহিদা পূরণ করবে।’ বর্তমানে তিনি ব্যস্ত আছেন বেশ কিছু নতুন সিনেমার সংগীত পরিচালনা, লাইভ কনসার্ট ও পরবর্তী অ্যালবামের কাজ নিয়ে। উল্লেখ্য, এফএ সুমনের ফেসবুক আর ইউটিউবে রয়েছে লাখো ভক্ত। পাশাপাশি ইউটিউবে এ পর্যন্ত তার গান দেখা হয়েছে প্রায় দেড় কোটির উপরে। এমনকি মোবাইল কোম্পানিগুলোর ওয়েলকাম টিউন এবং রিংটোনের ‘শীর্ষ দশ’-এ রয়েছে তার বেশ কয়েকটি জনপ্রিয় গান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পহেলা বৈশাখে এফএ সুমনের নতুন অ্যালবাম
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ