Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুটোপিয়া

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

বায়রন হাওয়ার্ড এবং রিচ মুর পরিচালিত এনিমেশন চলচ্চিত্র ‘জুটোপিয়া’। হাওয়ার এর আগে ‘ট্যাঙ্গল্ড’ (২০১০) এবং ‘বোল্ট’ (২০০৮) চলচ্চিত্র দুটি পরিচালনা করেছেন। মুর পরিচালনা করেছেন ‘রেক-ইট রাল্ফ’ (২০১২)।
জুডি হপস (ভয়েস : জিনিফার গুডউইন) একেবারে শৈশব থেকে পুলিশে বাহিনীর সদস্য হতে চেয়েছে। সমস্যা একটাই- সে মাত্র চার পাউন্ড ওজনের ছোট একটি বানি খরগোস। বাবা-মাসহ সবাই বলছে সে মিছেই স্বপ্ন দেখছে। বানিরা কখনই পুলিশ হতে পারে না। কিন্তু শেষ পর্যন্ত জুটোপিয়া পুলিশ অ্যাকাডেমিতে সে তার ক্লাসে শীর্ষ স্থান পেয়ে পাস করে। জুটোপিয়া পুলিশ ডিপার্টমেন্টের প্রথম বানি পুলিশ সদস্য হয় সে। তার নিজের ছোট শহর বানিবারো থেকে মহানগর জুটোপিয়াতে আসে জুডি। জুটোপিয়াতে এসে বিস্ময়ে হতবাক হয়ে যায় সে। হিপোপটেমাস থেকে শুরু করে ছোট হ্যামস্টাররা সবাই একসঙ্গে সহাবস্থান করছে এখানে। তবে একটা বিষয়ই তাকে হতাশ করে- পুলিশ প্রধান বোগো (ভয়েস : ইড্রিস এলবা) তাকে তার দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই পার্কিং ডিউটিতে নামিয়ে দেয়। সে দায়িত্ব পালনে কোনো রকম অবহেলা করতে নারাজ। তবে, কিছু ব্যাপার তার মনোযোগ নষ্ট করে। তার আশপাশে যেসব অপরাধ ঘটতে থাকে সেগুলোকে তার বেশি আকর্ষণীয় মনে হয়। এরপর বিধ্বস্ত আর বিপর্যস্ত মিসেস অটারটন (ভয়েস : অক্টাভিয়ো স্পেন্সার) যখন তার হারানো স্বামীকে খুঁজে পেতে পুলিশের সাহায্য কামনা করে জুডি স্বেচ্ছাসেবক হিসেবে তদন্তে যোগ দেয়। এক বিপজ্জনক পথে পা বাড়ায় সে। এই পথে যেমন নতুন বন্ধু তৈরি হয় তেমনি শত্রæও পেয়ে যায় সে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জুটোপিয়া

১১ মার্চ, ২০১৬
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ