Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অস্ট্রেলিয়াকে বাংলাদেশে দেখছেন ম্যাকগ্রা

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

 স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া দলের আসন্ন বাংলাদেশ সফর নিয়ে উদ্বেগ অব্যাহত। এখনো বোর্ডের সঙ্গে খেলোয়াড়দের বেতন-ভাতা নিয়ে দ্ব›েদ্বর অবসান হয়নি। এটিই শঙ্কার মূল কারণ। সমাধান না হলে স্মিথ-ওয়ার্নাররা টেস্ট সিরিজ বয়কট করবেন স¤প্রতি এমন খবরও প্রকাশিত হয়েছে। এটিকে লজ্জাজনক হিসেবেই আখ্যা দিয়েছেন সাবেক অজি পেস কিংবদন্তি গেøন ম্যাকগ্রা। নির্ধারিত সময়েই টিম অস্ট্রেলিয়া বাংলাদেশ সফরে আসবে বলেও আশাবাদী দেশটির এই পেস কিংবদন্তি। এক সাক্ষাৎকারে চলমান ইস্যুটি নিয়ে নিজের অভিমত তুলে ধরে বলেন, ‘এটা হবে অনেকটা লজ্জাজনক ব্যাপার (অস্ট্রেলিয়ার বাংলাদেশে না আসা)। আশা করি, তারা এটা গুছিয়ে নেবে এবং ছেলেরা বাংলাদেশ ও ভারত সফরে খেলবে।’

এদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ভেন্যু ও অন্যান্য সুযোগ-সুবিধা দেখার জন্য গেলপরশু ঢাকায় পা রাখে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পাঁচ সদস্যের প্রতিনিধি দল। মিরপুর স্টেডিয়ামসহ প্রস্তুতি ম্যাচের ভেন্যু ফতুল্লা স্টেডিয়াম পরিদর্শন করেন তারা। পুলিশ সদর দপ্তরে নিরাপত্তা নিয়েও আলোচনা হয়েছে। গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন শেষে আজ দেশে ফিরে যাবে প্রতিনিধি দলটি। বিসিবির বরাত দিয়ে নির্ভরযোগ্য এক সূত্র জানিয়েছে, বৃষ্টিতে প্লাবিত ফতুল্লার মাঠ খেলা অনুপযোগী হলে বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচ হতে পারে। খেলোয়াড়দের সঙ্গে দ্ব›দ্ব না মিটলেও বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক ভূমিকা দেখিয়ে আসছে সিএ। সব ঠিক থাকলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ১৮ আগস্ট অজি দলের ঢাকায় আসার কথা রয়েছে। ২২ ও ২৩ আগস্ট দু’দিনের প্রস্তুতি ম্যাচ। মিরপুরে ২৭ আগস্ট প্রথম টেস্ট শুরু। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট ৪ সেপ্টেম্বর থেকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ