Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

যাজককে ধর্ষণের অভিযোগ তিন নারীর বিরুদ্ধে

আদালতে অভিযোগ অস্বীকার করেছে তারা

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জিম্বাবুয়েতে এক ধর্মযাজককে ধর্ষণের দায়ে গ্রেপ্তার করা হয়েছে তিন নারীকে। তারা হলেন সান্দ্রা নকুবে (২১), রিয়ামুহেস্তি মলাউজি (২৩) ও মোঙ্গিবি মপোফু (২৫)। গ্রেপ্তার করে তাদেরকে আদালতে তোলা হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছে তারা। এ খবর দিয়েছে লন্ডনের অনলাইন ডেইলি মেইল। এতে বলা হয়েছে, জিম্বাবুয়ের কমোনেজ ম্যাজিস্ট্রে কোর্টে তোলা হয় ওই তিন নারীকে। অভিযোগে বলা হয়েছে, ওই যাজকের কাছ থেকে অর্থ ঋণ নিয়েছিলেন ওই নারীরা। তিনি সেই অর্থের জন্য তাদের বাড়িতে গেলে এ ঘটনা ঘটে। তাদের দু’জন ওই যাজককে জোর করে চেপে ধরে রাখে। তাকে বিছানায় যেতে বাধ্য করে। এরপর ওই যাজকের পোশাক খুলে নেয় শক্তি প্রয়োগ করে। তখন তৃতীয়জন তাকে ধর্ষণ করে। এ মামলার প্রসিকিউটর পেট্রোস শোকো বলেছেন, অভিযোগকারী কাউড্রে পার্কের একটি গির্জার যাজক। তার কাছ থেকে অর্থ ঋণ নিয়েছিলেন ওই তিন নারী। সেই অর্থ ফেরত চাইতে তিনি ওই নারীদের বাড়িতে যান ১৪ই জুলাই স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। তখন তাকে অর্থ ফেরত নিতে ঘরের ভিতরে ডাকা হয়। যাজক ঘরের ভিতর প্রবেশ করা মাত্র অভিযুক্তদের একজন নারী তার কোমর জাপটে ধরে। আরেকজন জোর করে তার পোশাক খুলে নেয়। তারপর তাকে একটি বিছানায় শুতে বাধ্য করে। নকুবে তার বুকের ওপর উঠে বসেন। এ পর্যায়ে যাজক তাকে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। কিন্তু মলাউজি তার দু’পা এক করে শক্ত করে ধরে রাখে। তিনি যাতে বিছানা থেকে উঠতে না পারেন সে চেষ্টা করে। এ সময় মপোফু ছিলেন অন্য রুমে। তিনি বেরিয়ে এসে প্রাথমিক প্রস্তুতি সম্পন্ন করেন। যাজককে ধরে রাখেন বিছানার সঙ্গে। এ সময় ওই যাজকের সঙ্গে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে নকুবে। যাজককে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে ওই তিন নারী। তবে তাকে অবমাননা করার কথা স্বীকার করেছে। তবে তিনি তা সিরিয়াসলি নেবেন এমনটা ভাবেন নি তারা। মপোফু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। তবে অন্য ঘর থেকে জন্মবিরতিকরণ বিষয়ক সামগ্রি আনার কথা স্বীকার করেছেন তিনি। বলেছেন, এটা তারা ঘরের বিভিন্ন স্থানে রাখেন। তিনি ওই সময় তারই একটি শুধু নিয়েছিলেন। তবে যাজকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মলাউজি। তার বক্তব্য অনুসারে, তিনি নারীদের পিছু পিছু ঘোরেন। নারীরা গোসল করতে গেলে সেখানে ঘোরাফিরা করেন। তাই তাকে ঠিক করতে চেয়েছিলেন তিনি। মলাউজির ভাষায়, আমি গোসল করতে গেলেই তিনি এসে হাজির হন সেখানে। তবে আমি পুরোপুরি ধর্ষণ করতে চাই নি তাকে। অনলাইন ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ