Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কাতারের যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি উপসাগরে মার্কিন রণতরী

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্র ও তুরস্কের সঙ্গে কাতারের যৌথ সামরিক মহড়ার প্রস্তুতির খবর দিয়েছে রুশ সংবাদমাধ্যম রাশিয়া টুডে। মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণের ব্রিটিশ সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, মহড়ার উদ্দেশ্যে এরই মধ্যে দুই মার্কিন রণতরী উপসাগরীয় অঞ্চলে পৌঁছেছে। মধ্যপ্রাচ্য কূটনৈতিক সংকট শুরুর পর প্রথমবারের মতো এমন সামরিক মহড়া শুরু হচ্ছে। ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সউদী আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিসরসহ কয়েকটি দেশ। কয়েকদিন পর ডোনাল্ড ট্রাম্প একে মধ্যপ্রাচ্য কূটনীতিতে তার সাফল্য হিসেবে উল্লেখ করেন। এক টুইটার বার্তায় কাতারকে সন্ত্রাসের পৃষ্ঠপোষক বলে মন্তব্য করেন ট্রাম্প। গতকাল বুধবার রাশিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাতকারে ওয়াশিংটন-দোহা দ্বি-পাক্ষিক সম্পর্ককে অনেক পুরোনো ও বন্ধুত্বপূর্ণ আখ্যা দেন কাতারের প্রতিরক্ষা মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়াহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট সবসময় আনুষ্ঠানিক নয় বলেও দাবি করেন তিনি। খালিদ দাবি করেন, যুক্তরাষ্ট্র কাতারের আল উদাই বিমান ঘাঁটির বিকল্প খুঁজবে না। ২০১৪ সালে সম্পাদিত দুই দেশের অস্ত্র চুক্তি আরও মজবুত হয়েছে। তিনি বলেন, আমাদের প্রতিবেশী দেশগুলো আমাদের বিরুদ্ধে অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করেছে। কিন্তু এই বিষয়ে আমাদের কিছুই জানা ছিলো না এবং আমরা খুবই অবাক হয়ছি। এই নিষেধাজ্ঞার পেছন থেকে ছুরিকাঘাতের মতো বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, রিয়াদে ট্রাম্পের সঙ্গে বৈঠকে কাতার আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে উষ্ণ অভ্যর্থনা দেয়া হয়েছিলো। আরটি, মিডল ইস্ট মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ