মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : আল আকসা মসজিদ নিয়ে এখন সংকট চরমসীমায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। গত মঙ্গলবার নিরাপত্তা পরিষদে ইসরাইলের ধ্বংসাত্মক নীতি ও আগ্রাসন থেকে ফিলিস্তিনিদের রক্ষার আহŸান জানিয়েছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবর থেকে এসব কথা জানা গেছে। চলতি সপ্তাহে আল-আকসা মসজিদের প্রবেশ পথে মেটাল ডিটেক্টর বসায় ইসরাইল। এছাড়া জুমার নামাজে ৫০ বছরের কম বয়সীদের মসজিদে প্রবেশে বাধা দেয় তারা। ইসরাইলের এমন পদক্ষেপের প্রতিবাদে ফুঁসে ওঠে ফিলিস্তিনিরা। রাস্তায় দাঁড়িয়ে নামাজ আদায় করে। বিক্ষোভ ছড়িয়ে পড়ে পশ্চিম তীর পর্যন্ত। রিয়াদ মনসুর বলেন, আল-আকসায় এখন পরিস্থিতি উত্তপ্ত। আমাদের এই পরিস্থিতি সামলানো উচিত। নাহলে সহিংসতা আরও বাড়বে এবং পরিণতি খুব খারাপ হবে। তিনি বলেন, ইসরাইলের কারণে আল-আকসায় এখন উত্তেজনা চরমে বিরাজ করছে। তারা মুসলিমদের কাছ থেকে এই মসজিদের দখল নিতে চায়। আল-জাজিরা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।