Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঘুমন্ত শিশুদের ওপর পিপার স্প্রে করে পুলিশ

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বন্দর শহর ক্যালাইসে অবস্থানরত শরণার্থী ও অভিবাসন প্রত্যাশীদের নিয়মিত নির্যাতন ও নিপীড়ন করে ফরাসি পুলিশ। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এক নতুন প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। লাইক লিভিং ইন হেল শিরোনামে গতকাল বুধবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ ও দাঙ্গা পুলিশ নিয়মিতভাবে অভিবাসন প্রত্যাশীদের ওপর পিপার স্প্রে ব্যবহার করে। শিশুরাও এর থেকে রেহাই পায় না। এমনকি ঘুমন্ত অবস্থায়ও তাদের ওপর পিপার স্প্রে করা হয়। পুলিশ কর্মকর্তারা অভিবাসন প্রত্যাশীদের খাবার, পানি, সিøপিং ব্যাগ, কম্বল ও কাপড়চোপড় কেড়ে নেয় অথবা এগুলোর ওপর পিপার স্প্রে করে। পুলিশের এই আচরণ আন্তর্জাতিক পুলিশ কার্যক্রমের মানদÐের সুষ্পষ্ট লঙ্ঘন বলে দাবি করা হয় প্রতিবেদনে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ