Inqilab Logo

সোমবার ১৮ নভেম্বর ২০২৪, ০৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কয়েক মুহূর্তের মধ্যেই পাল্টে গেল অবস্থান

| প্রকাশের সময় : ২৭ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ওবামা কেয়ারের পক্ষে অবস্থান নেয়া সিনেট কয়েক মুহূর্তের ব্যবধানে সিদ্ধান্ত বদল করে বিলটির বিপক্ষে অবস্থান নিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে সহসাই বাতিল হচ্ছে না ওবামা কেয়ার জাতীয় শিরোনামে প্রকাশিত খবর বদলে গেছে খুব অল্প সময়ের মধ্যে। নতুন খবরে জানানো হয়েছে, শেষ পর্যন্ত ওবামা কেয়ার বাতিলের পক্ষেই সিনেট রায় দিয়েছে। একে নাটকীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। ওবামা কেয়ার বাতিলের পক্ষে সিনেটের এই রায়ের কারণে এখন বিলটি বাতিল করতে সিনেটে বিতর্কের সুযোগ সৃষ্টি হলো। ১০০ জনের মার্কিন সিনেটে রিপাবলিকান সদস্যের সংখ্যা ৫২ জন। এতে ৪৬ জন ডেমাক্র্যাট রয়েছেন। সিনেটের অন্য দুই সদস্য স্বতন্ত্র সংসদ সদস্য। গত মঙ্গলবার এই নীতি পরিবর্তনের পক্ষে সায় দেন ৪৩ জন। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ