মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের গুজরাটে ভয়াবহ বন্যায় নিহত হয়েছে ৮৩ জন। গত মঙ্গলবার নতুন করে ৯ জনের লাশ উদ্ধার করা হয়। ইতোমধ্যে রাজ্যের বন্যা খাতে ৫০০ কোটি রুপি বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিহতদের পরিবার পিছু ২ লক্ষ রুপি ও গুরুতর আহতদের জন্য ৫০ হাজার রুপি করে সাহায্য ঘোষণা করা হয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে প্রায় ৩৬ হাজার বাসিন্দাকে। পরিস্থিতি সামলাতে এক যোগে কাজ করছে বিপর্যয় মোকাবিলা দফতর ও সেনাবাহিনীর সদস্যরা। এ পর্যন্ত অন্তত ১,৬০০ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সেনা বাহিনী। বন্যা পরিস্থিতির ফলে মুম্বাই-দিল্লি রুটের অন্তত ২০টি ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে পালানপুর, হিম্মতনগর, আহমদাবাদ, মহসেনা রুটের প্রায় ৯১৫টি বাস চলাচল বন্ধ করেছে। বন্যার ফলে দৈনিক ৫-৬ কোটি রুপি ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে পরিবহণ দফতর। এবিপি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।