Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কারো সঙ্গে আপোষ নয় -প্রধান নির্বাচন কমিশনার

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ থেকে : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নিজের চ্যালেঞ্জের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম.নুরুল হুদা। এক্ষেত্রে নিজের ‘জিরো টলারেন্স’ অবস্থানের কথা জানিয়ে তিনি বলেছেন, নির্বাচন সুষ্ঠু করার ক্ষেত্রে কারো সঙ্গে কোন আপোষ করা হবে না। গণতান্ত্রিক পন্থায় যে আইন বিধি-বিধান আমাদের রয়েছে সেই আইনের আলোকে আমরা নির্বাচন করব। গণতন্ত্রের যে মূল ভিত্তি নির্বাচন সেটাকে সুষ্ঠুভাবে গ্রহনযোগ্য উপায়ে করার জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। নির্বাচন কমিশন একা সুষ্ঠু নির্বাচন করতে পারবে না বলে মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বলেন, গণতন্ত্রের যে মূল লক্ষ্য নির্বাচন সেটাকে সুষ্ঠুভাবে, গ্রহণযোগ্য উপায়ে ও ভালভাবে সম্পন্ন করতে সবার সহযোগীতা ও প্রচেষ্টা অবশ্যই প্রয়োজন।
গতকাল দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
ময়মনসিংহ জেলা থেকে পঞ্চমবারের মত ভোটার তালিকা হালনাগাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এজন্য সকলের সহযোগীতা কামনা করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সুষ্ঠ নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে সঠিক ভোটার তালিকা প্রণয়ন করা। সুষ্ঠু নির্বাচন ও কাঙ্খিত গনতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গিকার নিয়ে আমরা দায়িত্ব নিয়েছি। গনতন্ত্র সমুন্নত না থাকলে আমাদের আত্মমর্যাদাও সমুন্নত থাকে না।’ পরে প্রধান নির্বাচন কমিশনার নগরীর পন্ডিত পাড়া এলাকার একটি বাড়িতে গিয়ে ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় মিডিয়া কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এবারের ভোটার তালিকা হালনাগাদে কোনো বিতর্কের সুযোগ নেই। কারন এবার আঙ্গুলের ছাপ এবং চোখের কণিকা গ্রহণ করা হবে। সেই সাথে স্মার্ট ভোটার কার্ড দেয়া হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদের বাইরে থাকা বিরোধী দল বিএনপিকে ইঙ্গিত করে তিনি বলেন, এখনো কোনো দল নির্বাচনে অংশ গ্রহণ না করা সম্পর্কে কিছু বলেনি। সব দলের সঙ্গে সংলাপের জন্য আগামী মাসের মাঝামাঝি অথবা তৃতীয় সপ্তাহ থেকে প্রস্তুতি নেয়া হবে।
নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মো. মোখলেসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম, শাহদাত হোসেন চৌধুরী।এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ময়মনসিংহের ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মো. মোজাম্মেল হক, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফ আহমেদ খান, জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, ময়মনসিংহ পৌরসভার মেয়র মো: ইকরামুল হক টিটু, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান প্রমুখ।
এদিকে, ময়মনসিংহ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হলেও এ কার্যক্রমে প্রচারহীনতার অভিযোগ তুলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে.এম.নুরুল হুদার নেতৃত্বে কমিশন প্রথমবারের মতো ময়মনসিংহে এলেও জেলা নির্বাচন কমিশন সেইভাবে বিষয়টি ফোকাস করতে পারেনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ