Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘সাইফ পাওয়ার ব্যাটারি’ নামে বিপিএল

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) সামনে রেখে গেল মৌসুমে এগিয়ে এসেছিলো সাইফ গেøাবাল স্পোর্টস লিমিটেড। তারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কাছ থেকে পাঁচ বছরের জন্য বিপিএলের স্বত্ব কিনে নিয়েছিলো। চুক্তির শুরুতে গেল বছর জেবি গ্রæপের কাছে টাইটেল স্পন্সর স্বত্ব বিক্রি করে সাইফ গেøাবাল স্পোর্টস। তবে এবার ব্যর্থ হয়েছে তারা। স্পন্সর স্বত্ব কিনতে কোন প্রতিষ্ঠানই এগিয়ে না আসায় নিজেদের সহযোগি প্রতিষ্ঠানকে টাইটেল স্পন্সরশীপ দিয়েছে সাইফগেøাবাল স্পোর্টস। ফলে আসন্ন মৌসুমে বিপিএলের নামকরণ হবে ‘সাইফ পাওয়ার ব্যাটারি প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নশিপ’। আর লিগের পাওয়ার্ড বাই হিসেবে থাকছে সাইফ পাওয়ার এলইডি। গতকাল বাফুফে ভবনে আয়োজিত স্পন্সরশীপ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এমন তথ্যই জানান সাইফ গেøাবাল স্পোর্টসের পরিচালক তরফদার মো: রুহুল সাইফ। এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে) সিনিয়র সহ-সভাপতি ও লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী এবং সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগসহ অন্য কর্মকর্তারা।
সবকিছু ঠিক থাকলে বিপিএিলের দশম আসর মাঠে গড়াচ্ছে ২৮ জুলাই। ঢাকা ও চট্টটগ্রামের দুই ভেন্যুতে হবে এবারের লিগের খেলা। চলমান নি¤œচাপের জন্য চট্টগ্রাম ভেন্যুর খেলার সময় পরবর্তন হতে পারে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামেই চলবে কয়েক রাউন্ড। এখানে প্রতিদিন দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। ভেন্যুর সংখ্যা কমায় স্বত্ত¡াধিকারী প্রতিষ্ঠান সাইফ গেøাবাল স্পোর্টস এবার বাফুফেকে দেড় কোটি টাকা দিচ্ছে। লিগ শেষ করতে বাফুফের অবশ্য খরচ হবে প্রায় আড়াই কোটি টাকা। ১২ দলকে অংশগ্রহণ অর্থ বাবদ ১০ লাখ এবং চট্টগ্রামে খেলার জন্য বাড়তি ২ লাখ করে দেবে বাফুফে। বাংলা টিভি ঢাকা পর্বের প্রতি দিনের প্রথম ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে। দ্বিতীয় ম্যাচটি পরের দিন প্রচার করবে তারা।
তবে এবারের লিগে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকবে ফুটবলবোদ্ধাদের মনে। কারণ আসন্ন লিগে খেলছে সাইফ স্পোর্টিং ক্লাব। লিগের স্বত্ত¡াধিকারী ও পৃষ্ঠপোষকও সাইফের অঙ্গ প্রতিষ্ঠান। তাই স্বাভাবিকভাবে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অবশ্য নিরপেক্ষতার আশ্বাস দিলেন সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘অতীতে কিছু ভুল ত্রæটি হয়েছে আমাদের। তবে এখন থেকে আমরা সচেতন। স্পন্সর প্রতিষ্ঠানের দল লিগে খেললেও তারা বাড়তি কোনো সুবিধা পাবে না। লিগে অংশ নেয়া ১২টি ক্লাবই আমাদের কাছে সমান। কোনো দলই সুবিধা পাবে না এবং অসুবিধার মধ্যেও পড়বে না।’ সাইফ গেøাবাল স্পোর্টসের পরিচালক তরফদার মো: রুহুল সাইফ পৃষ্ঠপোষকতা সম্পর্কে বলেন, ‘আমার বাবা (তরফদার মো: রুহুল আমিন) অন্য খেলাধূলার সঙ্গেও জড়িত। ফুটবল আমাদের রক্তে। গতবার আমাদের চুক্তির প্রথম মৌসুম ছিল। এবার আরো ভালো ভাবে লিগ আয়োজন হবে বলে আশাকরি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ