Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের ষষ্ঠ নাকি জ্যামাইকার প্রথম

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : নিজেদের ইতিহাসে প্রথম শিরোপার জন্য কনকাকাফ গোল্ডকাপের ফাইনালে আজ ৫ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে জ্যামাইকা। উত্তর ও মধ্য আমেরিকা অঞ্চলের এই টুর্নামেন্টের ফাইনালে জ্যামাইকার পৌঁছানোর ঘটনা অবশ্য বিষ্ময়কর কোন বিষয় নয়। ২০১৫ সালেও তারা এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছে। গেলবারের সেই ফাইনালে মেক্সিকোর কাছে হেরে স্বপ্ন ভেঙেছিল তাদের। এবার তারা সেই মেক্সিকোকে সেমিফাইনাল থেকে বিদায় করেই ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায় অনুষ্ঠিতব্য ফাইনালের টিকিট লাভ করেছে।
২০০০ সালে একবার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল কানাডা। এছাড়া ১৯৯১ সাল থেকে টুর্নামেন্টটি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের হাতে গোরাফেরা করেছে চ্যাম্পিয়ন শিরোপা। সর্বাধিক ৭ বার জিতেছে মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র ৫ বার। এবার বহুপ্রতিক্ষিত শিরোপাটি ঘরে তোলার জন্য মুখিয়ে আছে ব্রæস অ্যারেনার দলটি।
বিশ্বকাপের বাছাইপর্বে কোস্টারিকার কাছে ৪-০ গোলে পরাজিত হওয়ায় জার্মান কোচ জার্গেন ক্লিনন্সম্যানকে বরখাস্ত করার পর টানা ১৩ ম্যাচ অপরাজিত যুক্তরাষ্ট্র। টুর্নামেন্টের সেমিফাইনালে ৫৭তম গোল আদায়ের মাধ্যমে দেশের সর্বোচ্চ গোলদাতার আসনে পৌঁছেছেন তারুণ্য নির্ভর দলটির বয়স্ক সদস্য ক্লিন্ট ডেম্পসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ