Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

উত্তেজনা প্রশমনে ভারতকেই এগিয়ে আসতে হবে : চীন

প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম | আপডেট : ৯:৪৮ পিএম, ২৫ জুলাই, ২০১৭

ইনকিলাব ডেস্ক : সীমান্তের বিরোধপূর্ণ অঞ্চল থেকে ভারতীয় সেনাদের সরিয়ে নেয়ার দাবি জানিয়েছে চীন। অন্যথায় দোকলাম ইস্যু নিয়ে কোনো আলোচনা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে দেশটি। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল ইউয়ো কিউয়ান গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, সীমান্ত দ্ব›দ্ব নিয়ে দুই পক্ষের মধ্যে অর্থপূর্ণ বৈঠক হওয়ার আগে অবশ্যই এ সেনাদের সরিয়ে নিতে হবে। সীমান্তে অচলাবস্থা নিরসনে ভারতকেই আলোচনার উদ্যোগ নেয়া উচিত- এ ধরনের ইঙ্গিত দিয়ে লো আরো বলেন, সীমান্ত অঞ্চলে চীন অবশ্যই শান্তি ও স্থিতিশীলতা চায়। তবে সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখন্ডতা রক্ষার প্রশ্নে কোনো সমঝোতা করা হবে না। এ অবস্থায় দুই দেশের সীমান্ত উত্তেজনা প্রশমন করতে ভারতকেই এগিয়ে আসতে হবে। ব্রিকসভুক্ত দেশগুলোর (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) মধ্যে নিরাপত্তা ইস্যু নিয়ে ২৭-২৮ জুলাই বেইজিংয়ে সম্মেলন অনুষ্ঠিত হবে। এ আলোচনায় ভারতের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন দেশটির জাতীয় নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা অজিত দোভাল। আশা করা হচ্ছে, এ সম্মেলন দোকলাম ইস্যু নিয়ে ভারত ও চীনকে সরাসরি আলোচনার সুযোগ করে দেবে। এ প্রসঙ্গে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লো কাং বলেন, দ্বিপক্ষীয় বৈঠকগুলো ঠিক কী নিয়ে করা হবে- তা এখনো পুরোপুরি নির্দিষ্ট হয়নি। সাধারণত এ ধরনের বৈঠকে দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়েই আলোচনা করা হয়। তবে দোকলাম ইস্যু নিয়ে কোনো আলোচনা হবে কিনা, এ প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন- সিকিম সীমান্ত অঞ্চল থেকে ভারতীয় সৈন্য সরিয়ে নেয়া হলেই আলোচনার পথ খুলে যাবে। লো আরো বলেন, চীনের সীমান্ত অঞ্চলে ভারতীয় সেনারা অবৈধভাবে অবস্থান নিয়েছে- এটিই এখন সবচেয়ে বড় সমস্যা। সেনা সরিয়ে নিতে আমরা ভারতকে আরো একবার আহŸান জানাচ্ছি। ভারত-চীন-ভুটান সীমান্তে দোকালাম এলাকায় চীনের একটি রাস্তা তৈরির উদ্যোগ ঘিরে ভারতের সঙ্গে তাদের সীমান্ত উত্তেজনা শুরু হয়। আল-জাজিরা, টাইমস অব ইন্ডিয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ