Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইঁদুর নিধনে ৩২ মিলিয়ন ডলার

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইঁদুরের উৎপাত বন্ধে তিন কোটি ২০ লাখ ডলার বরাদ্দের কথা জানিয়েছেন নিউ ইয়র্ক সিটির মেয়র বিল ডি বøাসিয়ো। এ অর্থ সিটির জনবসতিপূর্ণ তিন এলাকা ম্যানহাটনসহ বঙ্কস ও ব্রæকলিনের ইদুর নিধনের লক্ষ্যে ব্যবহার করা হবে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। ইঁদুরের উৎপাত নজরে আসে ম্যানহাটনের ব্যস্ততম সাবওয়েতেও। এমনকি আবর্জনার ক্যানের ভেতরেও স্বল্প সময়েই বাসা বাঁধছে, বাচ্চা দিচ্ছে ইঁদুর। সিটির অধিকাংশ পুরনো ভবনেই ইঁদুরের অস্তিত্ব পাওয়া যায়। সিটির স্বাস্থ্যকর্মীরাও বিভিন্ন রেস্তোরাঁয় ইদুর আবিষ্কার করছেন। কোনো কোনো স্থানে এদের আকৃতি বিড়ালের মতোই। নিউ ইয়র্ক সিটিতে অসংখ্য রোগের বাহক এই ইদুরের সংখ্যা কত? সিটির ৮০ লাখ জনসংখ্যার প্রত্যেকের ভাগে একটি করে ইঁদুর সঙ্গী রয়েছে বলে নগরবাসীদের মাঝে একটি ধারণা প্রচলিত রয়েছে। যার মানে দাঁড়ায় মানুষের সংখ্যার মত ইদুরের সংখ্যাও ৮০ লাখ। তবে ২০১৪ সালে এক পরিসংখ্যান বিশ্লেষণ করে ইঁদুরের সংখ্যা ২০ লাখ বলে দেখান কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র। নিউ ইয়র্ক সিটি মেয়র কার্যালয়ের বরাতে রয়টার্স বলছে, ২০১৭ সালের শুরু থেকে এ পর্যন্ত সিটির স্বাস্থ্য বিভাগ ইঁদুর বিষয়ে ১০ হাজারের বেশি অভিযোগ পেয়েছে। এছাড়া ম্যানহাটন, ব্রæকলিন ও বঙ্কসে ২৪ হাজারের বেশি বাড়ি পরিদর্শনে ১৫ শতাংশের বেশি বাড়িতে ইঁদুরের অস্তিত্বের চিহ্ন পেয়েছে সিটির স্বাস্থ্য বিভাগ। ২০১৩ সালের মেয়র পদে নির্বাচনে বিল ডি বøাসিয়োর কাছে পরাজিত যোসেফ জে লোহটা বলছেন, যে কোনো সময়ের চেয়ে এখন সিটির পার্ক, সাবওয়ে এবং অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ইঁদুরের উৎপাত বেশি। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ