Inqilab Logo

সোমবার, ০৮ জুলাই ২০২৪, ২৪ আষাঢ় ১৪৩১, ০১ মুহাররম ১৪৪৬ হিজরী

কাতার সংশ্লিষ্ট আরো ৯ জন সউদী জোটের তালিকায়

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : কাতারের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে আরও ৯ জনকে কালো তালিকাভুক্ত করেছে সউদী আরব, মিসর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। গতকাল মঙ্গলবার সউদী বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটরে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। ৫ জুন সন্ত্রাসবাদে সমর্থনের অভিযোগ এনে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এই চার দেশ। এরপর তাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে বেশ কয়েকটি সংগঠন ও ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করে তারা। নতুন ভাবে এই তালিকায় যুক্ত হওয়ার ব্যক্তিরা লিবিয়া, ইয়েমেন ও কাতারের নাগরিক। জোটের দাবি, কাতারের সঙ্গে তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। তাদের অভিযোগ, তালিকাভুক্ত কয়েকজন আল-নুসরা ফ্রন্ট সহ অন্যান্য জঙ্গি গোষ্ঠীর জন্য অর্থ সংগ্রহ করেন। কয়েকজন আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট। অপর এক খবরে বলা হয়, কাতারের সঙ্গে সউদী আরবের নেতৃত্বাধীন চার আরব দেশের সৃষ্ট সঙ্কট সমাধানে মধ্যস্থতা করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ কুর্দি টেলিভিশন চ্যানেল রুদাউকে দেয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহ প্রকাশ করেন। তিনি বলেন, এই সংকট নিরসনে সাহায্য করতে আগ্রহী রাশিয়া। দুই পক্ষের উদ্বেগের জায়গাগুলো দূর করে সবার কাছে গ্রহণযোগ্য একটি সমাধান বের করে দিতে রাজি আছে মস্কো। গত ৫ জুন সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে সউদী আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। সেইসঙ্গে দোহার উপর সার্বিক অবরোধ আরোপ করে পারস্য উপসাগরীয় ওই চার আরব দেশ। কাতার সরকার তার বিরুদ্ধে আনীত এ অভিযোগ প্রত্যাখ্যান করে দেশটির বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে অন্যায় বলে অভিহিত করে। রুশ পররাষ্ট্রমন্ত্রী এ সম্পর্কে আরো বলেন, কুয়েতের আমির এতদিন যে প্রচেষ্টা চালিয়েছেন তা এগিয়ে নিয়ে যেতে চাই আমরা। যদি পারস্য উপসাগর সংকটে জড়িত সব পক্ষ মনে করে রাশিয়া তাদের জন্য উপকারি কিছু করতে পারবে তাহলে সে চাহিদা পূরণ করতে মস্কো রাজি আছে। মিডল ইস্ট মনিটর, তাস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ