মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাট ও রাজস্থানে ভারী বর্ষণ ও এর প্রভাবে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। কর্তৃপক্ষ ওই অঞ্চল থেকে ২৫ হাজার স্থানীয়কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।
গতকাল মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান। দুর্যোগ প্রতিরোধকারী বাহিনীর সদস্য ছাড়াও কর্তৃপক্ষ উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে দুর্গত এলাকাগুলোতে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করেছে। সেনা ও বিমান বাহিনীর সদস্যরা গুজরাটের উত্তরে বানাসকান্তা ও পাটনা জেলায় দুর্গত এলাকায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। বন্যা ও অব্যাহত বর্ষণ কবলিত এলাকাগুলোর স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। এক কর্মকর্তা বলেন, গুজরাটের উত্তর ও মধ্যাঞ্চলের কয়েকটি এলাকা বন্যার পানিতে প্লাবিত হওয়ায় এখানকার ২২ হাজারের বেশি লোককে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।