মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : রাশিয়ার ওপর প্রস্তাবিত নয়া মার্কিন নিষেধাজ্ঞাকে অগঠনমূলক ও দুই দেশের জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছে মস্কো। রাশিয়ার প্রেসিডেন্টের আবাসিক দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, মার্কিন কংগ্রেস রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে তা দ্বিপক্ষীয় স্বার্থ ও সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে। তিনি বলেন, ওয়াশিংটনের এই পদক্ষেপকে মস্কো অগ্রহণযোগ্য ও অত্যন্ত নেতিবাচক বলে অভিহিত করছে। গত শনিবার মার্কিন কংগ্রেস সদস্যরা ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া ও উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব অনুমোদন করেছেন। এ সংক্রান্ত চূড়ান্ত ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। মার্কিন সিনেট গত ১৫ জুন ইরান ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অনুমোদন করে প্রস্তাব পাশ করে। পরে রিপাবলিকান সদস্যরা ওই নিষেধাজ্ঞার আওতায় উত্তর কোরিয়াকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিলে প্রতিনিধি পরিষদে এ সংক্রান্ত ভোটাভুটি পিছিয়ে দেয়া হয়। তাস, আরটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।