Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউক্রেনে অস্ত্র সহায়তা পাঠাতে পারে যুক্তরাষ্ট্র

| প্রকাশের সময় : ২৬ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইউক্রেনে রাশিয়া সমর্থিত বিদ্রোহীদের মোকাবেলায় যুক্তরাষ্ট্র অস্ত্র সহায়তা পাঠাতে পারে বলে জানিয়েছেন দেশটিতে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি কার্ট ভোলকার। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে প্রদত্ত সাক্ষাতকারে তিনি বলেন, ইউক্রেনের সরকারি বাহিনীকে অস্ত্র সহায়তা করলে রাশিয়া তাদের পরিকল্পনা পাল্টাতে পারে। গত সপ্তাহে মার্কিন পররাষ্ট্র দফতর উভয়পক্ষকে সংঘাত এড়িয়ে অস্ত্রবিরতির আহŸান নিয়েছিলো। ভোলকার বলেন, ইউক্রেনকে আত্মরক্ষার জন্য অস্ত্র তুলে দেয়াটা অবশ্যই ভালো হবে। এতে করে রাশিয়া ইউক্রেনকে হুমকি দিতে পারবে না। তবে এখনও ব্যাপারটা নিশ্চিত নয় উল্লেখ করে তিনি বলেন, এই বিষয়ে আরও আলোচনার প্রয়োজন। ইউক্রেন রাশিয়ার মধ্যে শান্তি ফিরিয়ে আনতে নতুন সংলাপ প্রয়োজন। ইউক্রেন সমস্যাটি এখন আর আঞ্চলিক সমস্যা নয়। একে কেন্দ্র করে পরমাণু যুদ্ধ পর্যন্ত শুরু হয়ে যেতে পারে বলে অনেকে আশঙ্কা করছেন। এখানে সরাসরি রাশিয়া যুদ্ধ করছে না। তবে রাশিয়া সমর্থিত বিদ্রোহীরা যুদ্ধ করছে। রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ