Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উদ্বোধন হলে কম খরচে মিলবে চিকিৎসাসেবা

ভবন নির্মাণের ৩ বছর পরও চালু হয়নি ট্রমা সেন্টার

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

আনিসউর রহমান স্বপন, ধামরাই (ঢাকা)  থেকে : ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ঢাকার ধামরাইয়ে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে ট্রমা সেন্টার (অর্থোপেডিক্স হাসপাতাল)। ২০ শয্যাবিশিষ্ট ৩ তলা এই হাসপাতালের নির্মাণ কাজ কয়েক বছর আগে প্রায়  শেষ হলেও বুঝে পায়নি কর্তৃপক্ষ। হাসপাতালটি চালু হলে মহাসড়কসহ অন্যান্য  দুর্ঘটনায় আহত  রোগীরা তাৎক্ষণিক চিকিৎসাসেবা পাবে। এতে আশপাশের কয়েকটি উপজেলার মানুষ অল্প খরচে পাবেন আধুনিক চিকিৎসাসেবা। তখন আর উন্নত চিকিৎসার জন্য টাকা ব্যয় করে দূরে কোথাও যেতে হবে না। ধামরাইয়ের বংশী নদীর তীরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ৫০ শয্যাবিশিষ্ট উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের পাশেই আওয়ামী লীগ সরকারের সময়েই ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের এই ভবনটি নির্মাণ করা হয়েছে। বর্তমানে নির্মাণ কাজ শতভাগ শেষ হওয়ার পথে।  লিফটের সুবিধা ছাড়াই ভবনটি এমনভাবে নির্মাণ করা হয়েছে যে, একেবারেই নিচ থেকে ট্রলি দিয়ে উপরে উঠা যাবে। জনবল না থাকায় চিকিৎসা সেবা চলছে না বিধায়  ভবনটি যেন এতিমের মত দাঁড়িয়ে আছে। এ  যেন দেখার কেউ নেই। নিজস্ব জেনারেটর, আধুনিক চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স, অপারেশন থিয়েটার ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পূর্ণাঙ্গ এই হাসপাতাল চালু হলে অল্প খরচে ঢাকা-আরিচা মহাসড়কে দুর্ঘটনা ও ধামরাইয়ের আশপাশের মানুষ হাড় ভাঙ্গার চিকিৎসা এবং অপারেশনের সুযোগ পাবে বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপির পাশের উপজেলা হলেও  ৩ বছর পূর্বে  হাসপাতালের ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হলেও চালু হচ্ছে না। এ ক্ষেত্রে স্থানীয় লোকজন বলেন, আমরা আধুনিক নির্মিত ভবন দেখেই যাচ্ছি। তবে কবে নাগাত সাধারণ মানুষ চিকিৎসা সেবা পাবে তা কেউ বলতে পারছে না। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মোয়াজ্জেম হোসেন খান বলেন, কতদিন পর চালু হবে আমি অবগত নই। তবে হাসপাতালটি চালু করার ব্যাপারে উপর মহল অবগত আছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদ্বোধন হলে কম খরচে মিলবে চিকিৎসাসেবা
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ