Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ সানোয়ার, জুপিটার

| প্রকাশের সময় : ২৫ জুলাই, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে থাকবেনা জুপিটার ঘোষের নাম। কোন রকম দায়িত্ব পাবেনা সাবেক ক্রিকেটার সানোয়ার হোসেন। গতকালের বিপিএলের গভর্নিং কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়। এদের দুজনই গতবারের বিপিএলে ছিলো রংপুর রাইডার্সের সাথে। সানোয়ার হোসেন ছিলেন রংপুর রাইডার্স দলের ম্যানেজার আর জুপিটার ছিলেন দলের খেলোয়াড়। বলা হয়েছে, এই দুইজন এবারের বিপিএলে কোন কার্যক্রমে অংশ নিতে পারবেনা।
গতবারের বিপিএল চলাকালীন রংপুর রাইডার্সের ক্রিকেটার জুপিটার ঘোষ ম্যানেজারের অনুমতি না নিয়ে রাত করে টিম হোটেলে ফেরা এবং সাথে একজন নারীকে নিয়ে আসা। এ ব্যাপারে জুপিটার ঘোষ দায় চাপান টিম ম্যানেজার সানোয়ার হোসেনের কাঁধে। জুপিটার উল্টো বলে বসেন, সানোয়ার হোসেন নাকি তাঁকে ফিক্সিং করার প্রস্তাব দেন। সভা শেষে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বলেন, ‘এবারের বিপিএলে বিতর্কিত কাউকেই আমরা রাখতে চাচ্ছিনা। এছাড়া সানোয়ার ভাইকে নিয়ে প্রথম বিপিএলেই ফিক্সিং সম্পর্কিত নালিশ এসেছিলো। তাই এই দুজনকেই বিপিএলের পঞ্চম আসর থেকে বাদ দেয়া হয়েছে।’ যদিও তাদের ব্যাপারে এখনও কোন কিছু প্রমান করতে পারেনি বিপিএল কমিটি। এই নিয়ে মল্লিক জানান, ‘জুপিটার ঘোষের ব্যপারে শৃঙ্খলা ভঙ্গের প্রমাণ পাওয়া গেছে। তাছাড়া সানোয়ার ভাই প্রথম দুই আসরে ঢাকা গø্যাডিয়েটর্স টিমের ম্যানেজার ছিলেন। সে সময় দলের ফিক্সিংয়ের সাথে উনার নামও উঠেছিলো ফিক্সিংয়ের দায়ে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ