নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস ডেস্ক : ৮৮তম মিনিটের এক ফ্রি-কিকেই অঘটনটা ঘটিয়ে ফেললেন কেমার লরেন্স। ম্যাচের শেষ মুহূর্তে করা ঐ ফ্রি-কিক গোলেই কনকাকাফ গোল্ডকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন মেক্সিকোকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে লরেন্সের দল জ্যামাইকা। যেখানে তাদের প্রতিপক্ষ ৫ বারের চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।
টুর্নামেন্টের শুরুতে মেক্সিকো তাদের বি’ক্যাটাগরির খেলোয়াড় নিয়েই মাঠে নেমেছিল। রাশিয়ার অনুষ্ঠিত কনফেডারেশন কাপের খেলোয়াড়দের অধিকাংশকে বিশ্রামে রেখেই গোল্ডকাপের স্কোয়াড সাজিয়েছিলেন দলটির ভারপ্রাপ্ত কোচ লুইস পম্পিলিও পেজ। নিষেধাজ্ঞার কারণে তাদের প্রধান কোচ মাঠের বাইরে। তবে তাতে তাদের অগ্রযাত্রায় কোন ব্যাঘাত ঘটেনি। বেশ সাবলিল ভাবেই পৌঁছে যায় শেষ চারে।
কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে হয়তো একটু বেশিই আত্মবিশ্বাসী ছিল তারা। অবশ্য সেরা খেলোয়াড়দের নিয়েই এদিন স্কোয়াড সাজায় মেক্সিকো। এর পরও পরজয়ের তিক্ত স্বাদ নিতে হল বর্তমান চ্যাম্পিয়নদের।
ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল ক্যালিফোর্নিয়ার সান্তা ক্লারায়। এর আগে শনিবার অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে স্বাগতিক যুক্তরাষ্ট্র ২-০ গোলে কোস্টারিকাকে হারিয়ে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।