রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কাউখালী (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা : পিরোজপুরের কাউখালী উপজেলার ৪নং চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ খান খোকনের সমর্থকদের উপর বিদ্রোহী প্রার্থী জাফর আলী খান নান্নার সমর্থকদের হামলায় মো. চান (২৫) গুরুতর আহত হয়। সরেজমিনে জানা যায়, গত বুধবার সন্ধ্যার দিকে ইউনিয়নের গাজিরউল্লাহ বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত চানকে উদ্ধার করে কাউখালী হাসপাতালে ভর্তি করেন। ৪নং চিরাপাড়া ইউনিয়নের আ’লীগ মনোনীত প্রার্থী মো. মাহামুদ খান খোকন জানান, ঘটনার সময় সন্ধ্যায় আমরা পূর্ব বেকুটিয়া পথসভা করতে ছিলাম সে সময় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্নার ভাই বিদ্রোহী প্রার্থী জাফর আলী খান নান্না সন্ত্রাসী বাহিনী এ হামলা চালিয়ে এলাকায় আতঙ্কের সৃষ্টি করে। কাউখালী থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।