Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক

প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

হোসেনপুর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা : কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ১ম শ্রেণীর ছাত্রিকে শ্লীলতাহানির অভিযোগে আল-মামুন (২২) নামের এক বকাটে যুবককে গত বুধবার এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। এবং বখাটের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঐ বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে। মেয়ের মা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহামুদুল ইসলাম, সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম জানায়, সে ২৫ নং কেশেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী। গত রোববার নয়টার দিকে স্কুলে আসলে ওই শিক্ষার্থী শ্রেণী কক্ষে অবস্থান করার সময় দক্ষিণ গোবিন্দপুর গ্রামের আকবর আলীর ছেলে আল-মামুন বিদ্যালয়ের ২য় তলার শ্রেণী কক্ষে ঢোকে দরজা বন্ধ করে মেয়েটিকে শ্লীলতাহানির চেষ্টা চালায় এ সময় মেয়েটি ডাক চিৎকারে তার সহকর্মীরা দরজায় ধাক্কা-ধাক্কি শুরু করলে ওই যুবক দরজা খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে এ নিয়ে তিনদিন ধরে এলাকার মাতাব্বররা বখাটে মামুনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দেন-দরবার করে আসছিল। এ ঘটনায় স্থানীয় লোকজনের মাঝে চরম ক্ষোভ বিরাজ করায় গত বুধবার এলাকাবাসী তাকে আটক করে বিদ্যালয়ের শ্রেণী কক্ষে তালা বদ্ধ করে পুলিশে খবর দেয়। পরে (এসআই) মঞ্জুরুল ইসলাম তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। হোসেনপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক আসামিকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যুবক আটক
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ